শীতের পরে আগমন ঋতুরাজ বসন্তের । কোকিলের কুহু রব ছাড়া শহরে বসন্ত এসেছে প্রকৃতি জানান না দিলেও , হৃদয়ের বসন্ত থেমে থাকেনি। শহরের নানা প্রান্তরে আট থেকে আশি সমস্ত বয়সের মানুষই বসন্ত উৎসবে মেতে উঠেছে। আর তারাই যেন জানান দিয়েছে বসন্ত এসে গেছে। আর সেই ফাগের ছোঁয়াতে মেতে উঠেছে গোটা টলিপাড়া। বাঙালির বারো মাসে তোরো পর্বনের মধ্যে অন্যতম বড় উৎসব হল দোলযাত্রা উৎসব। উৎসবের সেই আনন্দে মেতে উঠেছে টলিপাড়ার সমস্ত অভিনেতা-থেকে অভিনেত্রীরা। করোনা আতঙ্ক যে দোল উৎসবকে কাবু করতে পারেনি তার প্রমাণ দিলেন তারকারাই। নানা রঙের ছটায় সকলকে রাঙিয়ে দিয়ে বসন্তকে যেন আরও জাগিয়ে দিলেন তারাই। এক নজরে দেখে নিন টলিপাড়ার বসন্ত উৎসবের এক ঝলক।
একদিকে সাংসদ অন্যদিকে অভিনেত্রী তিনি হলেন সকলের প্রিয় সাংসদ অভিনেত্রী মিমি। হাজারো কর্মব্যস্ততার মধ্যেও সময় বার করে দোল উৎসবে মেতেছেন মিমি চক্রবর্তী। মায়ের সঙ্গে মিমির এই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
নিজের পরিবার বন্ধুবান্ধব নয়, নিজের সবথেকে বড় কাছের মানুষদের নিয়ে রঙের উৎসবে মেতে উঠেছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। নিজের সংস্থার মুক ও বধির শিশুদের সঙ্গে দোল খেলেছেন ঋতাভরী।
তার জীবনে সত্যিই বসন্ত এসে গেছে। একদম বসন্তের সাজে নিজেকে সাজিয়ে নিয়েছেন অভিনেত্রী সোহিনী সরকার। হলুদ শাড়ি, কানে কড়ির ঝুমকো, হাতে চুড়ি পরে রঙ খেলায় মাতলেন সোহিনী।
পরীক্ষায় আগেই দোল খেলায় মেতে উঠেছেন দিতিপ্রিয়া রায়। পরীক্ষা যে তার দোলের রঙকে এতটুকুই ফিকে করতে পারেনি তা তার ছবিতেই স্পষ্ট। সারা মুখে রং লাগিয়ে বিভিন্ন পোজে ছবি তুলেছেন অভিনেত্রী । হাজারো ব্যস্ততার মধ্যেও সময় বার করে রঙের উৎসবে মেতে উঠেছেন দিতিপ্রিয়া।
সকলের থেকে একদম অন্য মুডে দেখা গিয়েছে টলি অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীকে। কপালে কমলা রঙের আবিরের ছোঁয়া আর সকলের থেকে নিজেকে আলাদা ভাবেই ধরা দিয়েছেন অভিনেত্রী। পরণে বাসন্তী শাড়িতে বসন্তের ছোঁয়াও বজায় রেখেছিলেন তনুশ্রী।