আস্ত একটা গোটাদিন সেটা কোনভাবেই নষ্ট করা যায় না। ব্যস, ঘুম থেকে উঠেই পাড়ার বন্ধুদের নিয়ে রং খেলতে বেরিয়ে পড়লেন অভিনেত্রী মানালি। সাদা পোশাকেই বসন্তের রঙে ডুব দিয়েছেন অভিনেত্রী।
28
শুধু পাড়ার বন্ধুরাই নয়, আদরের নাতনির সঙ্গে রং খেলায় সামিল হলেন তার দাদু। নাতনির সঙ্গে আবির খেলায় মাতলেন দাদুও। পরম আদরের সঙ্গে দাদু মাখিয়ে দিলেন আবির।
38
পাড়ার দোল খেলেই ক্ষান্ত হননি অভিনেত্রী মানালি। সেখান থেকেই সোজা চলে গেলেন বয়ফ্রেন্ড অভিমন্যুর বাড়িতে।
হাজারো ব্যস্ততার মধ্যেও সময় বার করে রঙের উৎসবে মেতে উঠেছেন মানালি। বসন্তের রঙের ছোঁয়া লেগেছে তার পোশাকে।
78
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় দোলের ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। মুহূর্তের মধ্যে লাইক আর কমেন্টের বন্যা বয়ে গেছে তার এই ছবিতে। আবির রাঙানো মুখের প্রতিটি ছবিভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ।
88
একদিকে চলছে 'নকশিকাঁথা'র শ্যুটিং। তার মধ্যে একটা ছুটির দিন। কোনওভাবেই মিস করতে চান না অভিনেত্রী। তাই এই ছুটিটাকে চুটিয়ে উপভোগ করেছেন অভিনেত্রী।