Published : Mar 25, 2022, 06:11 PM ISTUpdated : Mar 25, 2022, 06:17 PM IST
টলিপাড়ার পাওয়ার কাপল বললেই প্রথম যে নাম সামনে আসে তা হল যশ ও নুসরত। মাত্র কিছুদিন আগেই মা হয়েছেন অভিনেত্রী। তারপর আবার কাজেও ফিরেছেন তিনি। তবে মা হওয়ার পরও তাঁর শরীরে ফ্যাটের নাম মাত্র নেই। একেবারে চাবুক চেহারা। ঠিক আগে যেমন ছিল। আর এভাবেই সবাইকে চমকে দিয়েছেন তিনি। তাঁরা সর্বদাই খবরের শিরোনামে থাকেন। আর এবার বড়পর্দায় একসঙ্গে আসতে চলেছেন ঈশানের বাবা ও মা। ইতিমধ্যেই ছবির কাজও শেষ করে ফেলেছেন তাঁরা। এই প্রথমবার ছেলের জন্মের পর একফ্রেমে ধরা দিতে চলেছেন। তবে তার আগে ফের একবার একসঙ্গে দেখা গেল তাঁদের।
ছেলে হওয়ার পর একটু বেশিই ব্যস্ত হয়ে পড়েছেন নুসরত (Nusrat Jahan)। দুই হাতেই সবটুকু সামলাতে হচ্ছে তাঁকে। কখনও ছেলেকে দেখা, কখনও আবার নিজের সাংসদ (MP) এলাকার কাজ আবার তার সঙ্গে ছবির কাজ। আর এই পরিস্থিতিতে সব সময় তাঁর হাত শক্ত করে ধরে রেখেছেন যশ। সব সময় তাঁকে সমর্থন করে চলেছেন।
210
অভিনয়ের বাইরেও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বেশ ভালোই রয়েছেন নুসরত জাহান। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় (Social Media) বেশ কিছু ছবি শেয়ার করেছেন নুসরত জাহান, যেখানে স্বামী যশের (Yash Dasgupta) সঙ্গে রোম্যান্টিক মুহূর্তে দেখা গিয়েছে নুসরত জাহানকে। কোমর জড়িয়ে কাছে টেনে ছবিতে পোজ দিয়েছেন যশ ও নুসরত। ঝড়ের গতিতে ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
310
আসলে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় যশ এবং নুসরত। মাঝে মধ্যেই নিজেদের আপডেট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে দেখা যায় তাঁদের। কখনও ছেলের সঙ্গে, কখনও ঘুরতে যাওয়ার। আবার কখনও একে অপরের সঙ্গে সময় কাটানোর ছবিও পোস্ট করেন
410
সম্প্রতি ইনস্টাগ্রামে আরও একটি ভিডিও পোস্ট করেছেন যশ। আর সেখানে ফের একসঙ্গে দেখা গিয়েছে টলিপাড়ার এই পাওয়ার কাপলকে। একে অপরের সঙ্গে গোটা একটা দিনের গল্প তুলে ধরেছেন সেই ভিডিওর মাধ্যমে। এই ভিডিও ঠিক যেন, 'যশরতের ডে-আউট'।
510
নুসরতের হাতে হাত রেখে দরগায় দেখা গিয়েছে যশ দাশগুপ্তকে। কখনও পায়রাদের খাবার দিচ্ছেন, কখনও পথ শিশুদের আইক্রিম খাওয়াতে দেখা গিয়েছে তাঁদের। সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও শেয়ার করেছেন যশ। করোনাবিধি মেনে মুখে মাস্ক পরে ভিডিওতে দেখা গিয়েছে টলিপাড়ার পাওয়ার কাপলকে।
610
গোলাপি সালোয়ার পরে মাথা ওড়না দিয়ে ঢাকা নুসরতের। আর যশের পরনে সাদা টি-শার্ট ও ডেনিম ব্লু জিন্স। ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে অভিনেতা লিখেছেন, ‘ঈশ্বর প্রেমের ভাষা বোঝেন... দয়ালু হোন, ভালোবাসা ছড়িয়ে দিন, ঈশ্বরকে ভালোবাসুন, মানুষকে ভালোবাসুন...।’
710
এই দিনের শুরুতেই গাড়ি থেকে নেমে দরগায় পুজো দিতে দেখা গিয়েছে যশরতকে। তারপর পায়রাদের দানা খাওয়াতে দেখা যায় তাঁদের। পায়রাদের সামনে দানা ছড়িয়ে দেন তাঁরা। এরপর পথশিশুদের হাতে আইসক্রিম তুলে দিয়েছেন দু'জনেই।
810
আর নুসরতকে এই অবতারে প্রথমবার নয় এর আগেও দেখা গিয়েছিল। দিল্লিতে সংসদে যোগ দিতে গিয়ে রাতে পথশিশুদের সঙ্গে সময় কাটিয়ে ছিলেন তিনি। পাশাপাশি করোনার সময় বাজারে মাস্ক ও স্যানিটাইজার বিলি করতেও দেখা গিয়েছিল তাঁকে।
910
চলতি মাসেই একসঙ্গে ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’র কাজ শেষ করেছেন যশ-নুসরত। এছাড়াও ‘জয় কালী কলকত্তেওয়ালী’ ছবিতে অভিনয় করছেন নুসরত। মা হওয়ার পর নিজের রেডিয়ো শো হোস্ট করে ফেলেছেন ‘ইশক উইথ নুসরত’।
1010
টলিপাড়ার টক অফ দ্য টাউন-কে একসঙ্গে দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। তবে এখন সোশ্যাল মিডিয়ায় পিডিএ-র মাধ্যমে ভালোবাসা ছড়াতে ব্যস্ত রয়েছেন যশরত।