তাই মেয়ের উদ্দেশ্যে স্বস্তিকা আরও লেখেন, "জীবনে যতই বিপর্যয় আসুক না কেন কখনও খারাপ লাগে না সেটা শুধু তোর জন্য। আমার জীবনে খুব কম না পাওয়ার কষ্ট আছে, কেননা আমি ভগবানকে ধন্যবাদ জানাই তোকে দেওয়ার জন্য। আমার ছোট্ট বেবি, যে আমাকে পথ দেখায় লড়াই করার, লড়াই করে জিতে আসার। তুই আমাকে সাহসী বানিয়েছিস।"