'আর কতদিন আমার থেকে পালিয়ে বেড়াবে', নুসরত-নিখিল-যশ Love Triangle-এ বিস্ফোরণ অভিনেতার পোস্টে

Published : Jan 09, 2021, 07:23 PM IST

টলিউড জুড়ে যেমন বিয়ের খবরে ভরে গিয়েছিল তেমনই বিবাহবিচ্ছেদেও ভরেছে সোশ্যাল মিডিয়া। একের পর এক সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে প্রকাশ্যে আসছে একাধিক তারকাদের বিবাহে ভাঙনের খবর। নুসরত জাহান ও নিখিল জৈনের সম্পর্কে হঠাৎই চিড়। কী হল টলিউডের মোস্ট হট সেলেব দম্পতির। সূত্রের খবর, মাঝে এসে পড়েছেন যশ দাশগুপ্ত। রাজস্থানে চুপিসারে নুসরতের সঙ্গেই গিয়েছিলেন যশ। সেই থেকেই নুসরত ও যশকে নিয়ে জল্পনা তুঙ্গে।   

PREV
17
'আর কতদিন আমার থেকে পালিয়ে বেড়াবে', নুসরত-নিখিল-যশ Love Triangle-এ বিস্ফোরণ অভিনেতার পোস্টে

রাজস্থানে নুসরতের সঙ্গে গিয়ে অবশ্য একসঙ্গে কোনও ছবি তাঁরা তোলেননি। তবে তাঁদের আলাদা আলাদা পোস্ট ঘিরেই সন্দেহ জাগে নেটিজেনদের মনে। 

27

গত বছর দীপাবলীর পর থেকেই নুসরত এবং নিখিল একে অপরকে নিয়ে পোস্ট করা বন্ধ করে দিয়েছিলেন। 

37

এবং সেই সময় অদ্ভুতভাবে বেড়ে গিয়েছিল নুসরত ও যশের সোশ্যাল মিডিয়া কনভারসেশন।

47

তাঁদের কথোপকথন নুসরতের ঘনিষ্ঠ বান্ধবী নুসরতেরও তেমন বোধগম্য হয়নি।   

57

এরই মধ্যে আরও এক বিস্ফোরক কাণ্ড ঘটল যশকে নিয়ে। তাঁর পোস্টে এক ভক্ত লিখে বসল, "আর কত পালিয়ে বেড়াবে আমার থেকে।"

67

ডাই হার্ড ফ্যানেরা অনেক সময় তারকাদের পোস্টে কমেন্টের রিপ্লাই না পেয়ে প্রায় পাগলামি শুরু করে দেয়। এই ভক্তও সেই কাণ্ডই ঘটিয়েছে। 

77

এই একই ভক্ত এর আগেও যশ ও নুসরতের সম্পর্ক নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল নেটদুনিয়ায়। যশের সমস্ত পোস্টেই থাকে তাঁর কমেন্ট। 

click me!

Recommended Stories