রাজনীতির ময়দানে তৎপর যশ, মনোনয় পত্র জমা দিয়ে প্রচারমুখী স্টারপ্রার্থী

চন্ডীপুরে বিজেপী প্রার্থী অভিনেতা যশ দাশগুপ্ত, প্রার্থী তালিকা প্রকাশ্যে আসার পরই কোমর বেঁধে নেমে পড়েছেন প্রচারের কার্যে। শনিবার সকালে চন্ডীপুরের মা চন্ডী মন্দিরে পুজো দিয়ে জমা দিলেন মনোনয়ন পত্র। 

Jayita Chandra | Published : Mar 20, 2021 2:22 PM IST
110
রাজনীতির ময়দানে তৎপর যশ, মনোনয় পত্র জমা দিয়ে প্রচারমুখী স্টারপ্রার্থী

অভিনেতা যশ বিধানসভা ভোটের আগে যোগ দিয়েছেন বিজেপিতে। তবে থেকেই রাজনীতির দুনিয়ায় উত্তেজনা তুঙ্গে। 

210

ভোটের আগে একাধিক হেভিওয়েট তারকা রাজনীতিতে আসার ফলে সকলেরি নজরে ছিল কোন তারকা কোন কেন্দ্রের হয়ে ভোট যুদ্ধে নাম লেখায়। 

310

এরই মাঝে প্রকাশ্যে আসে প্রার্থী তালিকা। যেখানে দেখা যায়, চন্ডীপুরের হয়ে বিজেপি-তে প্রার্থী হন যশ দাশগুপ্ত। 

410

নাম প্রকাশ্যে আসার পরই তড়িঘড়ি ময়দানে নেমে পড়েন অভিনেতা। লক্ষ্য একটাই সাধারণ মানুষের পাশে থাকা। 

510

এই একই কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন সোহম চট্টোপাধ্য়ায়। যশের বিশ্বাস এই কেন্দ্রে জয় তিনি হাসিল করবেন।

610

প্রচারে নেমেই চন্ডীপুরের মা চন্ডীর মন্দিরে পুজো দিয়েছিলেন যশ। তারপর বিভিন্ন ওয়ার্ডে ঘুরে প্রচার চালান। 

710

শনিবার যশ মনোনয়ন পত্র জমা দিলেন শ্রীরামপুরের এসডিও-তে। এদিন সাড়ে দশটা নাগাদ তিনি জমা দেন। 

810

তার আগে মা চন্ডীর মন্দিরে পুজো দিয়েছিলেন যশ। এরপরই প্রচারে নেমে পরেন। 

910

এলাকার সকলের সঙ্গে কথা বলে হুড খোলা জিপে চড়ে এলাকা প্রদর্শন করেন যশ। 
 

1010
Share this Photo Gallery
click me!

Latest Videos