চন্ডীপুরে বিজেপী প্রার্থী অভিনেতা যশ দাশগুপ্ত, প্রার্থী তালিকা প্রকাশ্যে আসার পরই কোমর বেঁধে নেমে পড়েছেন প্রচারের কার্যে। শনিবার সকালে চন্ডীপুরের মা চন্ডী মন্দিরে পুজো দিয়ে জমা দিলেন মনোনয়ন পত্র।
অভিনেতা যশ বিধানসভা ভোটের আগে যোগ দিয়েছেন বিজেপিতে। তবে থেকেই রাজনীতির দুনিয়ায় উত্তেজনা তুঙ্গে।
ভোটের আগে একাধিক হেভিওয়েট তারকা রাজনীতিতে আসার ফলে সকলেরি নজরে ছিল কোন তারকা কোন কেন্দ্রের হয়ে ভোট যুদ্ধে নাম লেখায়।
এরই মাঝে প্রকাশ্যে আসে প্রার্থী তালিকা। যেখানে দেখা যায়, চন্ডীপুরের হয়ে বিজেপি-তে প্রার্থী হন যশ দাশগুপ্ত।
নাম প্রকাশ্যে আসার পরই তড়িঘড়ি ময়দানে নেমে পড়েন অভিনেতা। লক্ষ্য একটাই সাধারণ মানুষের পাশে থাকা।
এই একই কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন সোহম চট্টোপাধ্য়ায়। যশের বিশ্বাস এই কেন্দ্রে জয় তিনি হাসিল করবেন।
প্রচারে নেমেই চন্ডীপুরের মা চন্ডীর মন্দিরে পুজো দিয়েছিলেন যশ। তারপর বিভিন্ন ওয়ার্ডে ঘুরে প্রচার চালান।
শনিবার যশ মনোনয়ন পত্র জমা দিলেন শ্রীরামপুরের এসডিও-তে। এদিন সাড়ে দশটা নাগাদ তিনি জমা দেন।
তার আগে মা চন্ডীর মন্দিরে পুজো দিয়েছিলেন যশ। এরপরই প্রচারে নেমে পরেন।
এলাকার সকলের সঙ্গে কথা বলে হুড খোলা জিপে চড়ে এলাকা প্রদর্শন করেন যশ।