Published : Nov 01, 2020, 03:37 PM ISTUpdated : Nov 01, 2020, 06:07 PM IST
ইউভানের প্রথম পুজো বেশ ভালই কেটেছে। করোনা আবহে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বাবাকে হারিয়ে বাবা হয়েছে রাজ চক্রবর্তী। সুখ-দুঃখ মিলিয়ে ইউভান এখন তাঁদের জীবনে আলোয় আলোকিত করে দিয়েছে। সত্যি কথা বলতে ইউভানের মত শান্ত ছেলে খুব কমই দেখা যায়। এমনটাই বলছে ভক্তরা। কোনও আওয়াজ নেই মুখে, বেশি ছটফটেও নয়, 'মমি' শুভশ্রীকে একেবারেই বিরক্ত করে না সে।