দেখতে দেখতে আরও একটা সিজন শেষের পথে। এগিয়ে এলো সারেগামাপা-র অন্তীম লগ্ন। যে মহাযুদ্ধ শুরু হয়েছিল তিন গুরুর সফর দিয়ে, সেই যউধঅধেরই শেষ লগ্ন এসে সেরার সেরা শিরোপা থাকবে কার দখলে, এবার তা দেখে নেওয়ার পালা।
Jayita Chandra | Published : Apr 16, 2021 11:43 AM IST / Updated: Apr 16 2021, 05:14 PM IST
সপ্তাহের শেষে একগুচ্ছ মন ভালো করা গান। সঙ্গে টান টান উত্তেজনায় ভরপুর প্রতিযোগিতা।
এমনই ছন্দে-লয়ে বাঁধা বাঙালির ড্রইং রুমের অন্যতম রিয়ালিটি শো সারেগামাপা। টানা ছয় মাসের জার্নি।
একের পর এক প্রতিযোগীকে বাছাই করে নেওয়া থেকে শুরু। এরপরই ঘুরতে থারে ভাগ্যের চাকা।
চলতি বছর চার গুরুর অধীনে ভাগ হয়ে যায় প্রতিযোগীরা। তারপর চলে কড়া টক্কর। গুরুতে গুরুতে, দলে দলে, সঙ্গে মেতে ওঠে শিল্পীরা।
বিচারকের আসনে থাকা তিন, জয় সরকার, শ্রীকান্ত আচার্য, মিকা সিং ও আকৃতি কক্কর।
সেই মহাযুদ্ধই এবার শেষের পথে ফাইনালে কড়া যুদ্ধে একে অন্যের সন্মুখীন হবেন ছয় প্রতিযোগী।
দুই পর্বে হবে প্রতিযোগীতা। প্রথমে হবে একে একে লড়াই। ছয় জনেরই গান শোনা হবে।
পরের পর্বে হবে আসল টক্কর। যেখানে প্রতিটটা প্রতিযোগীকে পড়তে হবে চ্যালেঞ্জের মুখে।
এই বিশেষ দিনে মঞ্চে উপস্থিত থাকবেন- গায়ক শান, শঙ্কর মহাদেভন ও কেকে।
রবিবার, ১৮ এপ্রিল এই প্রতিযোগিতার সাক্ষী থাকবেন দর্শকেরা। ঠিক সন্ধে সাতটায় শুরু হবে মহা যুদ্ধ। এই যুদ্ধে সামিল রক্তিম, নিহারিকা, অনুষ্কা, অর্কদ্বীপ, জ্যোতি ও বিদিপ্তা।