তাঁর এই ভুল পদক্ষেপের প্রতিবাদ করে অনু। যাতে খুবই অপমানিত হন সেই এলএলএ-র ছেলে। সে এখন মেতে উঠেছে প্রতিশোধ নিতে। যা সম্প্রতি দেখানো হচ্ছে সিরিয়ালে। এদিকে সদ্য হোলির উৎসবে মেতেছেন তাঁরা। রং, খাবার, মিষ্টি এমনকী, ভানেরও আয়োজন করা হয়েছে। নাচ, গান, আনন্দ- এর রাশ নতুনত্ব নিয়ে আসছে হোলি স্পেশ্যাল এপিসোড।