অচলা সচদেব- ওয়াক্ত ছবিতে একজন হতভাগ্য মায়ের চরিত্র অভিনয় করে সকলের নজর কেড়েছিলেন অচলা সচদেব। তাঁর অভিনয়ের প্রশংসা করেনি এমন ব্যক্তি খুঁজে পাওয়া দায় ছিল। সন্তান হারা মায়ের কষ্ট কেউ যে ছবির পর্দায় এত সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে পারে, তা কারও কল্পনার বাইরে ছিল। এর পর একাধিক ছবিতে তিনি মা ও নানির চরিত্রে অভিনয় করেছেন। এই তালিকায় রয়েছেন আরজু, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, কভি খুশি কভি গম।