ইতিহাস বলছে, আনা জার্ভিস নামে এক আমেরিকান মহিলা তাঁর প্রয়াত মাকে সম্মান জানাতে গির্জার সামনে উপাসনা করেছিলেন। সেই থেকেই মাতৃ দিবস পালিত হচ্ছে বলে জানা যায়। তারপর ১৯২৪ সালে প্রেসিডেন্ট উড্রো উইলসন দিনটিকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করেন। এর একে একে সারা বিশ্বের বিভিন্ন দেশে মাতৃ দিবস পালিত হতে থাকে। একজন শিশুকে জন্ম দেওয়া, তাতে লালন পালন করা থেকে তার চলার পথ দেখানো- মায়ের জীবনের রয়েছে বিস্তর দায়িত্ব। একজন মায়ের ত্যাগই বাচ্চার ভবিষ্যত সুন্দর করে। আজ পালিত হচ্ছে সেই মায়ের দিন। মাতৃ দিবসে রইল সেরা অনস্ক্রিন দশজন মায়েদের কথা, দেখে নিন এক ঝলকে কারা সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন মা ও সন্তানের সম্পর্কের রসায়ন।