মন্দিরা লিখেছেন,হ্যাপি বার্থডে আদি। এই ছবি সবকিছু বলে দেয়। ১৭ বছর বয়স থেকে তুমি আমার বন্ধু। তুমি আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। আমারা দুজন-দুজনকে কতদিন ধরে তিনি। আমাদের রসায়নটা ঠিক কী, তোমায় কতটা বিশ্বাস করি, তা বলে দেয় এই ছবি। তুমি অনেক সাফল্য ও সুখ পাও। তোমায় খুব ভালবাসি।