লতা মঙ্গেশকর (Lata Mangeshkar) - সদ্য গোটা দেশবাসীকে কাঁদিয়ে চির বিদায় নিয়েছেন, এখনও কাটেনি সেই শোক, লতাজির গাড়ির খুব শখ ছিল। তাঁর একটি শেভ্রোলেট, বুইক এবং একটি ক্রিসলার গাড়ি ছিল। জানা যায়, বীর জারা ছবির গান প্রকাশের পর চলচ্চিত্র নির্মাতা যশ চোপড়া তাঁকে এই মার্সিডিজ গাড়ি উপহার দেন। যা তাঁর সংগ্রহে থাকা মূল্যবান গাড়ির মধ্যে একটি।