সকলের সঙ্গে পাল্লা দিয়ে প্রেমোশনে ব্যস্ত অনন্যা পান্ডে (Ananya Panday) । 'গেহরাইয়া' প্রচারে নেমেই সকলের নজর কাড়ছেন বলিউডের এই উঠতি নায়িকা। অনাবৃত উরু, বেরিয়ে রয়েছে উন্মুক্ত বক্ষের খাঁজ। খোলা চুলে শরীরী শিহরণ জাগালেন অনন্যা পান্ডে। মায়াবী চোখের চাহনিতে গ্ল্যামারাস লুকে সকলকে মুগ্ধ করেছেন চাঙ্কি কন্যা । 'গেহরাইয়া'-ছবির প্রচারে একের পর এক সাহসী পোশাকে ধরা দিয়েছেন অনন্যা পান্ডে । ফোটোশ্যুট থেকে ফ্যাশন, ফিগার থেকে কেরিয়ার সবেতেই শিরোনামে উঠে আসছেন অনন্যা পান্ডে।