৫ বলিউড সুপারস্টারের নাম গিনেস বুকে, জানেন কে কোন কারণে সেরার সেরা

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড, বলিউডের পাঁচ সুপারস্টারের নাম রয়েছে এই তালিকাতে। অমিতাভ বচ্চন থেকে শুরু করে শাহরুখ খান, অভিষেক, কে কেন কোন তালিকাতে নিজের নাম খোদাই করেছে এই তালিকায়, তার রয়েছে এক বিশেষ বিশেষ কারণ। ভক্তরাকি সত্যিই সবটা জাানেন, কেন এই সেলেবদের নাম এই তালিকাতে, নাকি রয়ে গিয়েছে বেশ কিছুটা অজানা, তাই এবার দেখে নেওয়া যাক কেন এই সুপারস্টারেরা জায়গা পেয়েছে এই রেকর্ড, কী কী করে কোন কোন কারণে সেরার সেরা তালিকাতে স্থান তাঁদের। 

Jayita Chandra | Published : Feb 9, 2022 11:30 AM IST
19
৫ বলিউড সুপারস্টারের নাম গিনেস বুকে, জানেন কে কোন কারণে সেরার সেরা

অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)- বলিউডে ঝড় তোলা অমিতাভ (Amitabh Bachchan), শাহেনশাহ এক সময় আর্থিকভাবে যখন শেষ হতে বসেছিলেন, ঠিক তখনই নিজেই বদলে ছিলেন ভাগ্য। অমিতাভ বচ্চন প্রাইভেট লিমিটেড, নিজের নামে একটি সংস্থা খুলেছিলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। যা কিছুদিনের মধ্যেই দেখেছিল ক্ষতির মুখ। কিন্তু পরিস্থিতি সামনে এই স্টারি ঘুরে দাঁড়িয়েছেন সকলের সামনে। 
 

29

এই সুপারস্টারের নাম রয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে। অমিতাভ বচ্চন এক কথায় বলতে গেলে বিটাউনের সুপারস্টার, তবে সিনেমার জন্য নয়, ১৯ জন গায়ককে নিয়ে হুনমান চল্লিশা গাইবার জন্য নাম ওঠে তাঁর গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে। সেই তালিকায় ছিলেন প্রতিটা প্রথম সারির গায়ক-গায়িকা। 

39

লতা মঙ্গেশকর (Lata Mangeshkar) - সদ্য গোটা দেশবাসীকে কাঁদিয়ে চির বিদায় নিয়েছেন, এখনও কাটেনি সেই শোক, লতাজির গাড়ির খুব শখ ছিল। তাঁর একটি শেভ্রোলেট, বুইক এবং একটি ক্রিসলার গাড়ি ছিল। জানা যায়, বীর জারা ছবির গান প্রকাশের পর চলচ্চিত্র নির্মাতা যশ চোপড়া তাঁকে এই মার্সিডিজ গাড়ি উপহার দেন। যা তাঁর সংগ্রহে থাকা মূল্যবান গাড়ির মধ্যে একটি।

49

দশকের পর দশ ধরে ভক্তদের হিট হিট গান উপহার দিয়েছেন লতা মঙ্গেশকর। ভারতের ৩৬টি ভাষায় প্রায় ৩০ হাজারের মত গান গেয়েছেন। 'নাইটিঙ্গেল অব ইন্ডিয়া' আখ্যা পেয়েছিলেন তিনি। আর ঠিক এই কারণেই তিনি জায়গা পেয়েছিলেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে। 

59

শাহরুখ খান (Shah Rukh Khan)- নিজের সম্পত্তির মাপকাঠি যাই হোক না কেন, কিং খানের প্রাপ্তী যোগ যে বেজায় তুঙ্গে তা আর বলার অপেক্ষা রাখে না। প্রিয় তারকাদের উদ্দেশে অনেকেই উপহার দিয়ে থাকেন, কিন্তু শাহরুখ খানের কপালে জুটেছে চাঁদের মাটি। ২০২১ সালে শাহরুখ খানের সম্পত্তির পরিমাণ দাঁড়ালো মোটের ওপক ৫১৩১ কোটি টাকা। বর্তমানে শাহরুখ খানের বছরের আয় ৩০০ কোটি টাকা। মাসে ২০ কোটির বেশি আয় বর্তমানে শাহরুখ খানের। 

69

২০১৩ সালে শাহরুখ খান সর্বাধিক আয় করেছিল বিটাউনে। সেই বছর কিং খানের আয় ছিল মোটের ওপর ২২০.৫ কোটি টাকা। এই আয়ের পরিমাণই শাহরুখ খানকে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলিয়ে দিয়েছে। ফোবসের তালিকাতেও নাম এসেছিল তাঁর। সেই কারণেই এই প্রাপ্তী।  

79

অভিষেক বচ্চন (Abhishek Bachchan)- বলিউডে পা রাখার পর থেকেই বাবার কারণেই নিজের পসার জমাতে পারেননি বলে দাবি করে নেট দুনিয়া। কিন্তু এই স্টারই নিজের ছবির প্রচারের জন্য যে ঠিক কতটা পরিশ্রম করতে পারে তার প্রমাণ মিলেছি দিল্লি ৬ ছবির সময়। সোনাম কাপুর ও অভিষেক বচ্চন অভিনীত এই ছবি ঘিরে ছিল দর্শক মহলের দারুণ উত্তেজনা। 

89

এই ছবির প্রমোশনের সময় তিনি সর্বাধিক দেশে ট্রাভেল করেছিলেন। ১২ ঘণ্টার মধ্যে এতো গুলো জায়গায় ট্রাভেল করে ছবির প্রমোশন আর কেউ করেনি। ফলে তাঁর নাম উঠে যায় গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে। যার জন্য তিনি আজও সেরার সেরা। তাঁর মত প্রচার এর আগে কেউ করতে পারেনি। 

99

ক্যাটরিনা কাইফ (katrina Kaif) - ২০১৩ সালে সর্বাধিক আয়ের খাতায় নাম লিখিয়েছিলেন তিনি। বলিউড স্টার যিনি এক বছরে আয় করেছিলেন ৬৩.৫ কোটি টাকা। বলিউডে মহিলা অভিনেত্রীর মধ্যে যা বলিউড অভিনেত্রী আয় হিসেবে ছিল সর্বাধিক, তাই ক্যাটরিনার নাম ওঠে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos