রাত পোহালেই ১৫ আগস্ট। যদিও দেশপ্রেমের জন্য নির্দিষ্ট কোনও দিন হয় না। প্রতিটি দিনই স্বাধীনতা উদযাপনের দিন। আগামীকাল ভারতের ৭৩ তম স্বাধীনতা দিবস। দেশপ্রেম নিয়ে বলিউডেও তৈরি হয়েছে একাধিক ছবি। রূপোলি পর্দাতেই বলিউডের অভিনেতা দেশভক্তিকে তুলে ধরেছেন নানা ঘটনার পরিপ্রেক্ষিতে। দেশপ্রেম নিয়ে বলিউডে ছবির তালিকাটা বেশ দীর্ঘ। আগামীকাল ৭৩ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রইল বাছাই করা দেশাত্মবোধক ছবির তালিকা।