বলিউড হিরোর ক্রাইটেরিয়া নেই, অভিনয়ের দাপটে ইরফান রাজ করলেন দর্শকের মণিকোঠায়

টল, ডার্ক/ফেয়ার, হ্যান্ডসাম। এই হল বলিউডে হিরো হওয়ার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এই শব্দগুলির মধ্যে প্রতিভা শব্দটা হারিয়ে গিয়েছে। অতি সাধারণ চেহারা, ভারতীয় গায়ের রঙ নিয়ে অভিনয় জগতে এসেছিলেন ইরফান খান। তথাকথিত লুকস নেই তবুও রিস্ক নিয়ে অভিনয়ের দুনিয়ায় পা রাখলেন তিনি। দু হাত জুড়ে কেবল অফুরন্ত প্রতিভা। তাই দিয়েই নজর কাড়লেন তিনি। ছোটপর্দা থেকে বড়পর্দা। যাত্রাপথ অবশ্যই সহজ ছিল না, ওই, লুকস। চেহারা তেমন না হওয়ায়, সুন্দরী অভিনেত্রীদের পাশে কোমড় নাচানোর সুযোগ হয়নি তাঁর। সত্যি কথা বলতে ইরফানও কোনওদিনই তেমনটা চাননি। নয়তো কোনও ছবিতে পাঁচ মিনিটের চরিত্রের জন্য সাইন করতে না।

Adrika Das | Published : Apr 29, 2020 4:51 PM IST / Updated: Apr 29 2020, 10:22 PM IST
110
বলিউড হিরোর ক্রাইটেরিয়া নেই, অভিনয়ের দাপটে ইরফান রাজ করলেন দর্শকের মণিকোঠায়


সেই পাঁচ মিনিটে নিজের অভিনয়ের, প্রতিভার ছাপ ফেলে যাওয়ার মত ক্ষমতা ছিল তাঁর।

210

ছিল বললে ভুল হবে, আজও রয়েছে। এমন প্রতিভা কখনও শেষ হয়ে যায় না। 

310

ইহ জগৎ নাই বা হল, ওই যে ফিল্মি জগতটা আছে, ওখানে তো বারে বারে পাব ইরফানকে।

410

প্রতিটি চরিত্রে সাবলিল অভিনয়। অথচ হতবাক করে দিচ্ছেন দর্শকদের। 

510

এমনটাও সম্ভব? ইরফানের খানের পক্ষে অবশ্যই সম্ভব। প্রত্যেক চরিত্রকে জীবন্ত করে তোলা। 

610

কেবল জীবন্তই নয়, আজকালকার চেনা ভাষায় যাকে বলে রিলেটেবল করে তোলা।

710

সাধারণ মানুষ, তাঁর প্রতিটি চরিত্র, অভিনয়ের সঙঅগে রিলেট করতে পারতেন। 

810

সিনে দুনিয়ার সঙ্গে সাধারণ মানুষের যে ব্যবধান ছিল তা মেটাতে সক্ষম হয়েছিলেন ইরফান।

910


বলিউড এক সময় ছিল অবাস্তব, এ কথা স্বীকার কোনও ক্ষেদ নেই। সেই অবাস্তব দুনিয়াকে বাস্তব করে দেখিয়েছিলেন তিনি।

1010


বলিউড এক সময় ছিল অবাস্তব, এ কথা স্বীকার কোনও ক্ষেদ নেই। সেই অবাস্তব দুনিয়াকে বাস্তব করে দেখিয়েছিলেন তিনি।

Share this Photo Gallery
click me!

Latest Videos