নিজের জীবনের মূল্যবান সম্পদটাই ইরফানকে তুলে দিয়েছিলেন শাহরুখ, যা হতবাক করেছিল অভিনেতাকে

Published : Apr 29, 2020, 05:09 PM ISTUpdated : Apr 29, 2020, 05:13 PM IST

ফের নক্ষত্রপতন বলিউডে। দীর্ঘদিন ধরে জটিল টিউমারের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছিলেন বলি অভিনেতা ইরফান খান। অবশেষে আর শেষরক্ষা হল না। মায়ের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই বলিউডকে বিদায় জানিয়ে চলে গেলেন বলি অভিনেতা ইরফান খান। কোনওভাবেই যেন তার মৃত্যুটা মেনে নিতে পারছেন না বলিউডের বাদশা শাহরুখ খান। নিজের সবথেকে প্রিয় বন্ধু, অনুপ্রেরণা সবকিছু মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল।  আজ আর তিনি নেই। এটা ভাবলেই যেন বিস্মিত হয়ে যাচ্ছেন কিং খান। একসময় নিজের জীবনের সবথেকে মূল্যবান সম্পদটাই এই প্রিয় বন্ধুর হাতে তুলে দিয়েছিলেন শাহরুখ। কী সেই জিনিস, যা সাদরে গ্রহণ করেছিলেন অভিনেতা। জেনে নিন।

PREV
110
নিজের জীবনের মূল্যবান সম্পদটাই ইরফানকে তুলে দিয়েছিলেন শাহরুখ, যা হতবাক করেছিল অভিনেতাকে


নিউরোএন্ডোক্রাইন টিউমারের সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছিলেন বলি অভিনেতা ইরফান খান।

210

অবশেষে থামল দীর্ঘ দেড় বছরের লড়াই। কোলন সংক্রমণের কারণেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা।মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৫৪ বছর। 
 

310

জটিল এই রোগের যখন যখন লন্ডনে পাড়ি দিয়েছিলেন অভিনেতা। ঠিক তার আগে স্ত্রী সুতপার কাছ থেকে একটা ফোন কল এসেছিল শাহরুখের কাছে।

410

ইরফানের সেই ফোন কল পেয়েই ছুটে এসেছিলেন অভিনেতা শাহরুখ খান। 

510

ইরফান ও তার স্ত্রী সুতপার সঙ্গে সেদিন দুই ঘন্টারও  বেশি সময় কাটিয়েছিলেন শাহরুখ। 

610

প্রিয় বন্ধুর চিকিৎসার জন্য চলে যাওয়ার আগে নিজের লন্ডনের বাড়ির চাবিটা ইরফানের হাতে দিয়েছিলেন অভিনেতা। যা দেখে হতবাক হয়েছিলেন ইরফান।

710


যদিও সেই চাবি নিতে অস্বীকার করে ইরফান। কিন্তু শাহরুখের জেদের কারণেই শেষ পর্যন্ত সেই চাবি নিয়েছিলেন ইরফান।

810


টিনসেল টাউনে শাহরুখের অন্যতম প্রিয় বন্ধু ইরফান খান। তাই প্রিয় বন্ধুর কথা রাখতে মূল্যবান সম্পদটা সাদরে গ্রহণ করতে একপ্রকার বাধ্য হয়েছিলেন অভিনেতা

910

প্রিয় বন্ধুর মৃত্যুর খবর পেয়ে ভীষণ ভাবেই ভেঙে পড়েছেন অভিনেতা শাহরুখ খান। নিজের টুইটারে গভীর শোকপ্রকাশ করেছেন বাদশা।

1010

বিল্লু বার্বার ছবিতে একসঙ্গে দেখা গেছে শাহরুখ খান ও ইরফান খানকে।

click me!

Recommended Stories