ইরার 'ড্রিমবয়' কে চেনেন, বয়সে দ্বিগুণ প্রেমিককে নিয়ে ভ্যালেন্টাইন-এ 'Couple Goals' আমির কন্যার


জল্পনা চলছিলর দীর্ঘদিন ধরেই। অবশেষে শিলমোহর পড়ল। নতুন সম্পর্কে জড়িয়েছেন আমির খানের মেয়ে ইরা খান। বয়সে দ্বিগুন বাবার ফিটনেস কোচ নূপুর শিখরকে নিয়ে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল।  অবশেষে জিম প্রশিক্ষক নূপূর শিখরের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করে নিলেন ইরা খান। ভালবাসার  দিবসেই  নিজের ভ্যালেন্টাইন-কে  নিয়ে কাপল গোলস দিলেন ইরা।

Riya Das | Published : Feb 12, 2021 4:01 AM IST / Updated: Feb 12 2021, 11:53 AM IST
111
ইরার 'ড্রিমবয়' কে চেনেন, বয়সে দ্বিগুণ প্রেমিককে নিয়ে ভ্যালেন্টাইন-এ  'Couple Goals' আমির কন্যার

বলিউডের  মিস্টার পারফেকশনিস্ট আমির খানের কন্যা ইরা খানকে নিয়ে জোর জল্পনা চলছে বলিমহলে। বিচ্ছেদের কিছুদিন পরই ফের প্রেমে পড়েছেন আমির কন্যা ইরা খান। 

211

 বয়সে দ্বিগুন বাবার ফিটনেস কোচ নূপুর শিখরকে নিয়ে জোর গুঞ্জন শোনা যাচ্ছে। ২৩ বছরের ইরার সঙ্গে আমিরের ট্রেনার প্রেম নিয়ে  হৈ চৈ পড়ে গিয়েছিল বি-টাউনে। এবার সেই সম্পর্কের কথাই প্রকাশ্যে স্বীকার করে নিলেন অভিনেত্রী।

311

ইনস্টাগ্রামেই একে অপরের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করে কাপল গোলস দিয়েছেন ইরা। মুহূর্তের মধ্যে ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

411

নিজেদের আদুরে ছবি শেয়ার করে ইরা ক্যাপশনে লিখেছেন, তোমাকে প্রতিশ্রুতি দিয়ে আমি নিজে সম্মানিত বোধ করছি। এছাড়াও নিজের ড্রিমবয় বলেও আখ্যা দিয়েছেন নূপূরকে।

511

ইরার এই ভালবাসা মাখা পোস্টে ফতিমা সানা শেখ থেকে কর্ণবীর, গলুশন দেবিয়ার মতো তারকারা তাকে নতুন জীবনের শুভেচ্ছা ও ভালবাসা জানিয়েছেন।

611


আমিরের ব্যক্তিগত ট্রেনার নূপুর শিখার ইরারও ট্রেনার বটে। লকডাউনে একাধিক শরীরচর্চা ভিডিও প্রকাশ্যে এসেছে।

711

বলিউডের নামকরা ফিটনেস ট্রেনারদের মধ্যে তিনি অন্যতম। মুম্বইয়ের ফিটনেজম ফিটনেস এক্সপার্ট-এর মালিক তিনি। এছাড়া সুস্মিতা সেনের ব্যক্তিগত ট্রেনারও ছিলেন নূপুর। আমির খানেরও বর্তমান ট্রেনার।

811

মেয়ের নতুন সম্পর্ক নিয়ে  কী বলছেন বলিউডের মি.পারফেরশনিস্ট। তা জানতেই সকলে মুখিয়ে রয়েছেন। তবে মেয়ের এই সম্পর্ক নিয়ে এখনও মুখ খোলেননি অভিনেতা।

911


বেশ কয়েকদিন আগে প্রেমিক মিশাল কৃপালিনীর  সঙ্গে নিজের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করে রীতিমতো নেটদুনিয়ায় হৈচৈ ফেলে দিয়েছিলেন আমির কন্যা ইরা খান।  তারপর দুজনের মধ্যে বনিবনা না হওয়ায় বিচ্ছেদ করে নিয়েছেন দুজনে।

1011

 অন্যান্য স্টারকিডদের মতো অভিনয়ে আসতে চান না ইরা। সেকথা তিনি নিজেই জানিয়েছিলেন। ভবিষ্যতে ছবি পরিচালনা করতে অনেক বেশি আগ্রহী তিনি।

1111


বর্তমানে বলি ইন্ডাস্ট্রিতে জমি শক্ত করার চেষ্টা চালাচ্ছেন আমির কন্যা। পরিচালনাতেও একটু একটু করে হাত পাকাচ্ছেন। একটি থিয়েটারও পরিচালনা করেন ইরা।

Share this Photo Gallery
click me!

Latest Videos