আমিরের বাড়িতে যেতেই এ কী ব্যবহার পেলেন দীপিকা, সেদিনের কষ্ট আজও ভোলেননি রণবীর ঘরণী

Published : Jan 07, 2021, 08:30 AM ISTUpdated : Jan 07, 2021, 09:02 AM IST

২০২০ সালে সোশ্যাল মিডিয়ার দাপট দেখেছে সকলেই। যখন একে একে সব দরজা বন্ধ হয়ে যাচ্ছিল কেবল মাত্র সোশ্যাল মিডিয়াতেই তখন সরব হয়েছিলেন আট থেকে আশি। সেই তালিকাতে সবার আগে নাম লিখিয়েছিলেন সেলেব মহল। আর একের পর এক স্মৃতির পাতা থেকে গল্প তুলে নিয়ে এসেছিলেন ভক্তদের মনোরঞ্জনে। 

PREV
18
আমিরের বাড়িতে যেতেই এ কী ব্যবহার পেলেন দীপিকা, সেদিনের কষ্ট আজও ভোলেননি রণবীর ঘরণী

দীপিকা পাড়ুকোন বরাবরই ভক্তমহলে বেশ জনপ্রিয়। তাঁর জীবনের প্রেমপর্বই হোক বা তাঁর জীবনের পুরোনো কোনও গল্প, বেজায় নজর কাড়ে সকলের। 

28

বলিউড সফরে পা রাখাটা সকলের পক্ষে যে খুব সহজ নয়, তা স্পষ্ট। দীপিকার ক্ষেত্রেও তেমনটাই ছিল । তবে ছোট থেকে বলিমহলের সঙ্গে যোগাযোগ ছিল ভালোই। 

38

একবার আমির খানের বাড়িতে পরিবারের সঙ্গে হাজির হয়েছিলেন দীপিকা পাড়ুকোন। উপস্থিত ছিলেন তাঁর মা-বাবা ও বড় দিদিও। 

 

48

সেখানে গিয়ে ছবি তোলা থেকে শুরু করে বাক্যালাপ সবই চলতে থাকে। যেটা মেলে না তা হল খাওয়া। দীপিকার বয়স তখন মাত্র ১৩ বছর। 

58

আমির খানের বাড়ি গিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করেও মেলেনি খাবার। কিন্তু সামনে বসেই দিব্যি খেয়ে গেলেন আমির খান। তা এখনও ভোলেননি দীপিকা। 

68

এক সাক্ষাৎকারে এই স্মৃতি সকলের সঙ্গে শেয়ার করে নেন তিনি। জানিয়েছিলেন, চোখের সামনেই আমির খান খেতে বসে গিয়েছিলেন। 

78

আমিরের পাতে দিব্যি রয়েছে-ডাল, ভাত আর দই, তখন দীপিকা খিদেতে ছটফট করছেন। 

88

এই স্মৃতিতেই ভাসলেন যখন দীপিকা, তখন ভক্তমহলের মুখে মুখেও ছড়িয়ে পড়ে এই খবর। দীপিকার জীবনে জড়িয়ে এমনই হাজারও ছোট বড় গল্প মাঝে মধ্যেই সামনে আনেন হট ডিভা। 

click me!

Recommended Stories