ছবি করলেও আর পারিশ্রমিক নেবেন না, কোন শর্তে এমন সিদ্ধান্ত নিলেন আমির খান

আমির খান মানেই একের পর এক হিট ছবি, যা বক্স অফিসে ব্যপক প্রভাব ফেলে। আর সেই দিকে নজর দিয়েই প্রযোজক সংস্থা বিপুল পরিমাণে অর্থ বিনিয়োগ করে থাকে। সেট থেকে শুরু করে শ্যুটিং লোকেশন, ঢালা হয় বহু টাকা। এই মুহূর্তে তারকার কর্তব্য নিয়ে সরব আমির। 

Jayita Chandra | Published : Apr 6, 2021 5:58 AM IST
18
ছবি করলেও আর পারিশ্রমিক নেবেন না, কোন শর্তে এমন সিদ্ধান্ত নিলেন আমির খান


আমির খান হলেন বিটাউনের হিট লিস্টে থাকা অভিনেতা। তাঁর ছবি মানেই বিশাল আয়োজন। বিস্তর অর্থ খরচ। 

28

তবে সব ছবি কি আর বক্স অফিসে সাফল্যের মুখ দেখে! কিছু ছবি এমনও থেকে যায় যেখান থেকে বিনিয়োগের টাকাটুকু ওঠে না। 

38

তবে অভিনেতার আকাশ ছোঁয়া পারিশ্রমিক দিতে দ্বিধা বোধ করে না প্রযোজক সংস্থা। 

48

এতেই আপত্তি আমিরের। তিনি আর নেবেন না পারিশ্রমিক। একটা শর্তেই তিনি তা নিতে রাজি হয়েছেন। 

58

তা হল, ছবি মুক্তির পর প্রথমেই যে অর্থ আসবে তা যাবে বিজ্ঞাপন ও ডিস্ট্রিবিউটরের কাছে। 

68

এর পরের অর্থ যাবে কাস্টদের কাছে। যারা অগাধ পরিশ্রম করে এই ছবি তৈরি করছে। 

78

এরপর অর্থ যাবে বিনিয়োগকারীর কাছে। প্রযোজক সংস্থা যে পরিমাণ অর্থ ঢেলেছে, তা উঠে আসা প্রয়োজন। 

88

এর পরের অংশ থেকে আমির খান একটি শতাংশ নেবেন পারিশ্রমিক হিসেবে। আর ছবি ফ্লপ করলে তিনি তা থেকে একটা টাকাও তিনি নেবেন না।

Share this Photo Gallery
click me!

Latest Videos