আয়ুষ শর্মা, সলমন খানের ভগ্নিপতি নিজের ডেবিউ মুভি নিয়ে যথেষ্ট বিপাকে পড়েছিলেন। কেবল পর থেকেই তাঁকে নিয়ে জল্পনা তুঙ্গে। প্রথমেই ছবির নাম নিয়ে গুরাতের এক গোষ্ঠি সমস্যা শুরু করে। লাভরাত্রি থেকে নাম বদলে হয়ে গেল লাভযাত্রী। ছবির নামই নয়, তাঁর চরিত্রে নিয়েও নানা জল্পনার সৃষ্টি হয়েছিল। আয়ুষ নাকি সলমনের বোন অর্পিতাকে বিয়ে করেছেন বলিউডে এন্ট্রি পাওয়ার জন্য। সলমন যে বলিউডে বহু অভিনেতা অভিনেত্রীদের জীবনে গডফাদারের ভূমিকা পালন করেছেন তাতে কোনও সন্দেহ নেই। সেই সুযোগই নাকি নিয়েছেন আয়ুষ। এমনই নানা জল্পনা ঘিরে রেখেছিল আয়ুষকে।