দীর্ঘদিন বলিউডে রাজ করেছেন ঐশ্বর্য রাই। একের পর এক ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন দর্শকদের। ভাইরাল হয়েছে একাধিক লুক ব্লকবাস্টার হয়েছে একাধিক ছবি। তবে ঘনিষ্ঠ দৃশ্যের বড়ই অভাব।
সব ধরনের চরিত্রে অভিনয় করতে দেখা যায় ঐশ্বর্যকে। সাবেকি হোক বা ওয়েস্টার্ন সবেতেই পারফেক্ট তিনি।
210
তবে কোথাও গিয়ে যেন নিজের একটা আলাদা জগত রয়েছে এই অভিনেত্রীর। তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।
310
বা অনেকেই সমালোচনার খাতিরে বলে থাকেন যে নির্দিষ্ট গণ্ডির বাইরে বেরোতে চাননা ঐশ্বর্য।
410
আর ঠিক সেই কারণেই ঘনিষ্ঠদৃশ্যে খুব একটা পাওয়া যায় না তাকে। পড়তে থাকে না সে রকম ভাবে চুম্বনের দৃশ্য।
510
ঠিক কারণটা কি, তিনি কি এই দেশে শাবলের নন নাকি পারিবারিক কারণে এই বাধা।
610
উত্তর দিয়েছিলেন অভিষেক বচ্চন। জানিয়েছিলেন আমাদের যে সংস্কৃতি সেই অনুযায়ী ছবিতে রোমান্স মানেই গান।
710
কারো সঙ্গে দেখা হওয়া তারপরে ভাল লাগাও আর সেখান থেকে বিষয়ে যদি একটু এগিয়ে যায় তাহলে বলিউড তা গান দিয়েই দেখিয়ে থাকে।
810
দর্শকেরা তা দেখে অভ্যস্ত। একটা চুমুর দৃশ্য থাকা মানেই জিতের চরম রোমান্স তুলে ধরে বাকিগুলো নয় এটা ভুল।
910
যদিও সকলকেই ভুল প্রমাণ করেছেন ঐশ্বর্য। কেরিয়ারের পিকে এসে নির্দিষ্ট গণ্ডি ছেড়ে বেরিয়ে চুম্বনে লিপ্ত হয়েছেন তিনি।
1010
কোন বাধাই ঐশ্বর্যর ক্ষেত্রে সমস্যা নয়, অভিনয়টা তার রক্তে, সব চরিত্রেই পারফেক্ট তিনি তা চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।