বলিউডের রঙিন জুটি, শাহরুখ-গৌরীর এ কী হাল, রঙে ভিজে পার্ফেক্ট ফ্রেমে লাভবার্ড, ২১ বছর আগের ছবি ঘিরে উত্তেজনা

Published : Mar 28, 2021, 09:35 AM IST

শাহরুখ খান ও গৌরী খান এক কথায় বলতে গেলে বলিউডের এই পাওয়ার কপিলের মধ্যে থাকা সম্পর্কের সমীকরণ নিয়ে হাজারও ভক্তমনে হাজার এক প্রশ্ন। ঠিক যতটা রঙিন কিং খান পর্দার সামনে, ঠিক ততটাই রঙিন তিনি পর্দার পেছনেও। 

PREV
111
বলিউডের রঙিন জুটি, শাহরুখ-গৌরীর এ কী হাল, রঙে ভিজে পার্ফেক্ট ফ্রেমে লাভবার্ড, ২১ বছর আগের ছবি ঘিরে উত্তেজনা

এক কথায় বলতে গেলে লাভ বার্ডই বটে। একে অন্যের সঙ্গে যেভাবে কঠিন সময় পার করেছেন এই জুটি তা বলাই বাহুল্য। 

211

কোনও স্থায়ী ঠিকানা ছাড়াই শাহরুখ খানকে বিয়ে করেছিলেন গৌরী। বন্ধুর দেওয়া আশ্রয়েই কাটত দিন। 

311

কখনও ভালো সময় কখনও আবার কঠিন, ফুলশয্যার রাতেই শাহরুখকে কাছে পায়নি গৌরী। 

411

কিন্তু কোনও দিন এই জুটি একে অন্যের হাত ছাড়ার কথা ভাবেননি। যদিও পরিস্থিতিত তৈরি হয়েছিল একাধিকবার। 

511

প্রিয়ঙ্কার সঙ্গে নাম জড়িয়ে যাওয়ার পর সামনে আসে শাহরুখ খান ক্রমেই তাঁর দিকে ঝুঁকছেন। কিন্তু সেই পরিস্থিতি শক্ত হাতে সামাল দিয়েছিলেন গৌরী। 

611

প্রথম থেকেই এই জুটি ছিল নজরে পড়ার মত। শাহরুখও বরাবর ছিলেন প্রাণখোলা মানুষ। সময়ের সঙ্গে সঙ্গে সেই উপস্থিতি বেশ খানিকটা পাল্টে ফেলেছেন সুপারস্টার। 

711

তবে হোলি আসা মানেই ভক্তদের নজরে স্টারদের সেলিব্রেশন। আর সেই সূত্রেই শাহরুখ ভক্তরা মেতে উঠলেন পুরোনো এক ভিডিওতে। 

811

২১ বছর আগের কথা, গৌরীর সঙ্গে তখন শাহরুখের সদ্য ঘর পাতা। তখনই তিনি মেতে উঠলেন কিং খানের সঙ্গে। 

911

ঝড়ের বেগে ভাইরাল হয়ে উঠেছিল এই জুটির রঙ খেলার ছবি। এ কোন লুকে ধরা দিলেন তাঁরা। 

1011

রঙে চপচপে হয়ে মাটিতে বসেই নাচ, সেলিব্রেশন বলে একেই। ঝড়ের বেগে ভাইরাল ছবি। 

1111

বর্তমানে এভাবে রঙ খেলা সেলেব মহলে খুব একটা দেখা যায় না। যদি রঙ দেখে নিজেকে সামলানো বেশ মুশকিল। 

click me!

Recommended Stories