'সেক্সিয়েস্ট ঐশ্বর্যকে নিয়ে হিংসা, স্ত্রী হিসেবে পাওয়ার কোনও যোগ্যতা নেই' , ট্রোলিংয়ের কড়া জবাব অভিষেকের

বির্তক, সমালোচনা কোনভাবেই যেন তার পিছু ছাড়ে না। বচ্চন পুত্র অভিষেক বচ্চনকে নিয়ে সর্বদাই সরগরম সোশ্যাল মিডিয়া। অমিতাভ বচ্চনের ছেলে হওয়ার কারণেও একাধিকবার ট্রোলের মুখে পড়তে হয়েছে জুনিয়র বচ্চনকে। তবে শুধু বাবা নয়, স্ত্রী ঐশ্বর্যকে নিয়েও সোশ্যাল মিডিয়ায় বহুবার কটাক্ষের শিকার হয়েছেন অভিষেক। যদিও তিনি ছেড়ে দেওয়ার পাত্র নন। বদতমিজ ফ্যানকে ট্রোলের মোক্ষম জবাবে এ কী বললেন অভিষেক, জানলে চমকে যাবেন।

Riya Das | Published : Mar 24, 2021 7:34 AM IST
19
'সেক্সিয়েস্ট ঐশ্বর্যকে নিয়ে হিংসা, স্ত্রী হিসেবে পাওয়ার কোনও যোগ্যতা নেই' , ট্রোলিংয়ের কড়া জবাব অভিষেকের

রিল থেকে রিয়েল তারকাদের পুরোটাই যেন গসিপে মোড়া। সেই তালিকায় নিঃসন্দেহে রয়েছে বলিউডের  বচ্চন পরিবার। অভিনয় থেকে রিলেশন সবসময়েই লাইমলাইটের শীর্ষে বচ্চন পরিবার। তাদের ব্যক্তিগত জীবন জানার জন্যও মুখিয়ে রয়েছে ভক্তরা।

29

বচ্চন পরিবার মানেই গ্ল্যামারের ঝলকানি। আর সেই ঝলকানিতে খানিকটা ফিকে হয়ে পড়ছেন অভিষেক বচ্চন। বির্তক, সমালোচনা কোনভাবেই যেন তার পিছু ছাড়ে না।

39


 অমিতাভ বচ্চনের ছেলে হওয়ার কারণেও একাধিকবার ট্রোলের মুখে পড়তে হয়েছে জুনিয়র বচ্চনকে। তবে শুধু বাবা নয়, স্ত্রী ঐশ্বর্যকে নিয়েও সোশ্যাল মিডিয়ায় বহুবার কটাক্ষের শিকার হয়েছেন অভিষেক। 

49


 অমিতাভ বচ্চনের ছেলে হওয়ার কারণেও একাধিকবার ট্রোলের মুখে পড়তে হয়েছে জুনিয়র বচ্চনকে। তবে শুধু বাবা নয়, স্ত্রী ঐশ্বর্যকে নিয়েও সোশ্যাল মিডিয়ায় বহুবার কটাক্ষের শিকার হয়েছেন অভিষেক। 

59

সম্প্রতি অভিষেক বচ্চনের আপকামিং ছবি' দ্য বিগ বুল'-এর ট্রেলার মুক্তি পেয়েছে। ছবির ট্রেলার দেখেই এক নেটিজেন কমেন্টে জানিয়েছেন, 'তুমি কোনও কাজের নয় বন্ধু। তবে তোমার একটি জিনিস দেখে হিংসে হয়। তুমি ভাগ্যবান যে তোমার এত সুন্দর স্ত্রী রয়েছে, যেটা আপনার পাওয়ার কথা নয়'।

69


নেটিজেনের কমেন্টের মোক্ষম জবাব যে এমনটা হতে পারে তা আন্দাজও করতে পারেননি ইউজার। 'ঝগড়া করে নয়, বরং হাস্যকর ভঙ্গিতে অভিষেক লেখেন, আপনার মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু আপনি কাকে বলতে চেয়েছেন এই কথাগুলি কারণ আপনি বহু মানুষকে এই টুইটে ট্যাগ করেছেন'।

79

অভিষেক আরও বলেছেন,'আমি জানি ইলিয়ানা এবং নিকি বিবাহিত নন। ডিজনি প্লাস হটস্টারের ম্যারিটাল স্ট্যাটাস নিয়ে আপনার কাছে শীঘ্রই ফিরছি'। অভিষেকের কড়া জবাবের পরেই অ্যাকাউন্টটি ডি-অ্যাক্টিভেট করেছেন ওই ইউজার।

89


তবে ট্রোলিংয়ের মাত্রা ছাড়িয়ে গেলে তার যোগ্য জবাব দিতে কোনওদিনই ভীত হননি অভিষেক। এর আগেও ঝাঁঝালো ভাষায় কড়া জবাব দিয়েছিলেন অভিষেক। এবারও তার ব্যতিক্রম হল না।

99

আপাতত বক্স অফিস কাঁপাতে আসছে পিতা-পুত্র। ৯ এপ্রিল মুক্তি পাচ্ছে অমিতাভ বচ্চনের পরবর্তী ছবি 'চেহরে'। ৮ তারিখ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে অভিষেক বচ্চনের 'দ্য বিগ বুল'।

Share this Photo Gallery
click me!

Latest Videos