না বুঝে জিনাত আমানকে এমন কী প্রস্তাব দিয়ে ফেলেছিলেন অভিষেক, যা ভাবলে আজও লজ্জায় লাল হয়ে ওঠেন জুনিয়ার

Published : Mar 25, 2021, 08:14 AM IST

অভিষেক বচ্চন, স্টার কিড হওয়ার দরুণ ছোট থেকেই লাইমলাইটে রয়েছে এই তারকা সন্তান। মাঝে মধ্যে অমিতাভ বচ্চন শুটিংয়ের ফাঁকে নানা জায়গায় নিয়ে যেতেন অভিষেককে। আর ছোট থেকেই বেশ পাকা ছিলেন জুনিয়ার বচ্চন।   

PREV
19
না বুঝে জিনাত আমানকে এমন কী প্রস্তাব দিয়ে ফেলেছিলেন অভিষেক, যা ভাবলে আজও লজ্জায় লাল হয়ে ওঠেন জুনিয়ার

সেখান থেকেই জল্পনা সূত্রপাত। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজে ক্রাশ নিয়ে কথা বললেন অভিষেক।
 

29

খোলামেলা প্রশ্ন করা হয় বলিউডের সবথেকে হট অভিনেত্রী কে। সাতপাঁচ না ভেবে অভিষেক উত্তর দেয় জিনাত আমান।

39

অভিষেক বলেন এই ধারনা মনে আসে মাত্র পাঁচ বছর বয়সে। তখন রীতিমত যেটাতে প্রেমে পড়েছিল অভিষেক।

49

সেই গল্পই সবার সঙ্গে ভাগ করে নিলে জুনিয়র বচ্চন,  ঠিক কী ঘটেছিল, লজ্জায় বলতে থাকেন তিনি।

59

একবার অভিষেক শ্যুটিং-এ গিয়েছিলেন অমিতাভের সঙ্গে। সকলে ডিনার করে ওঠার পর অভিষেক জিনাত কে জিজ্ঞাসা করেন অদ্ভুত এক প্রশ্ন।

69

জিনাতকে তার খুব ভালো লাগতো, সেই সূত্রেই জিনাততো তাকে খুব স্নেহ করতো। তাই আবদার করে বসেন অভিষেক।

79

জিনাত খেয়েদেয়ে উঠে পর অভিষেক জিনাতকে জিজ্ঞাসা করে আপনি কোথায় যাচ্ছেন। জিনাত জানান শুতে।

89

মুহূর্তে ছোট্ট অভিষেক বলেছিল আমিও যাবো আপনার সঙ্গে। শিশু মনে বলে ফেলা এই কথা আজও অভিষেককে তাড়িয়ে নিয়ে বেড়ায়।

99

হাসির ছলে বলেন অভিষেক, তিনি আমায় উত্তর দিয়েছিলেন আরেকটু বড় হয়ে যাও, সব কথাটাই চলছিল, ছোট হিসেবে, যা আজ অভিষেকের কাছে অন্য মানে দাঁড়িয়ে যায়, আর সকলেই এই গল্পের জন্য আজও তাঁর পেছনে লাগে। 

click me!

Recommended Stories