জুনিয়র আমিরের কথা মনে আছে। যদিও অনেকেরই হয়তো মনে নেই। কিন্তু দেখলেই চিনে যাবেন তাকে। 'ধুম থ্রি'-র সেই জুনিয়র আমির হলেন অভিনেতা সিদ্ধার্থ নিগাম। জুনিয়র আমিরের চরিত্রে অভিনয় করে ব্যাপক সাড়া ফেলেছিলেন এই ছোট্ট অভিনেতা। শিশু শিল্পী হিসেবেই তার জনপ্রিয়তা সর্বদাই তুঙ্গে। সম্রাট অশোকের চরিত্রে তার অভিনয় আজও ভোলেননি দর্শক। সেই সম্রাট অশোক আজকের হ্যান্ডসাম হাঙ্ক। চেহারা থেকে সৌন্দর্যে নিজেকে যথাযোগ্য প্রমাণ করে আজ তিনি জনপ্রিয়তার শীর্ষে। দেখে নিন খুদে আমিরের হটকে লুকের একগুচ্ছ ছবি।
Riya Das | Published : Apr 11, 2020 6:06 PM / Updated: Apr 11 2020, 06:07 PM IST