এ কি চেহারা , গর্ভাবস্থাতেও উন্মুক্ত উরুর ছোট পোশাকে 'Superhot' অনুষ্কা

Published : Nov 24, 2020, 05:00 PM IST

আর মাত্র কয়েকমাস। তারপরেই  বিরুষ্কার জীবনে আসতে চলেছে নতুন অতিথি। বলিউড তথা ক্রিকেটের অন্যতম পাওয়ার কাপল বিরুষ্কা এখন লাইমলাইটে।   অন্তঃসত্ত্বা অনুষ্কা শর্মার এবার দিন গোনার পালা। সময় যত এগোচ্ছে ততই যেন ঠিকরে বেরোচ্ছে প্রেগনেন্সি গ্লো। সম্প্রতি গর্ভাবস্থাকালীনও শুটিং করছেন অনুষ্কা। একটানা কয়েকদিন ধরেই বিজ্ঞাপনের শুটিং সারবেন অভিনেত্রী। এরই মাঝে খোলা চুলে শর্ট ফ্রকে ক্যামেরাবন্দি হলেন 'মম টু বি'।

PREV
19
এ কি চেহারা , গর্ভাবস্থাতেও উন্মুক্ত উরুর ছোট পোশাকে 'Superhot' অনুষ্কা

 শীঘ্রই মা হতে চলেছেন  বলি অভিনেত্রী অনুষ্কা শর্মা। অন্তঃসত্ত্বা কালীন একের পর এক খুনসুটির মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করছেন বিরুষ্কা।

29

দিন যত এগোচ্ছে ততই যেন গ্ল্যামার ঠিকরে বেরোচ্ছে মাদার টু বি-র। প্রেগনেন্সির পুরো সময়টাই পরিবারের সঙ্গে কাটাচ্ছেন বিরাট পত্নী অনুশ্কা।

39

অন্তঃসত্ত্বা অবস্থায় ছোট পোশাকে দেখা গিয়েছে অনুষ্কাকে। শর্ট ফ্রকের সঙ্গে জ্যাকেটও পরেছেন অনুষ্কা।

49

শুটিংয়ের মাঝেই খোলা চুল, মুখে মাস্ক, পরে উন্মুক্ত উরুতে যেন সুপারহট মম টু বি। অন্তঃসত্ত্বাকালীনও তার গ্ল্যামার যেন দ্বিগুন বেড়েছে।

59


আগের থেকে ওজন অনেকটাই বেড়েছে। গর্ভাবস্থার কারণেই গাল ফুল উঠেছে। আগামী বছরের শুরুতেই অতিথি আসতে চলেছে বিরুষ্কার ঘরে।
 

69

 এবার নয়া রূপে ভক্তদের মুগ্ধ করেছেন অনুষ্কা শর্মা।

79


চোখে-মুখে স্পষ্ট মাতৃত্বের স্বাদ। পোশাকের উপর স্পষ্ট ফুঁটে উঠেছে বেবিবাম্প। মুহূর্তের মধ্যে নেটিজেনদের নজরে বিরাট পত্নী।

89

সম্প্রতি গর্ভাবস্থাকালীনও শুটিং করছেন অনুষ্কা। একটানা কয়েকদিন ধরেই বিজ্ঞাপনের শুটিং সারবেন অভিনেত্রী।

99

অষ্ট্রেলিয়া সফর বাদ দিয়ে পিতৃত্বকালীন ছুটি নিয়েছেন বিরাট  কোহলিও। হবু মায়ের জন্যই এই পুরো সময়টা নিজেকে ব্যস্ত রেখেছেন পরিবারের সঙ্গে।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories