নেটিজেনরা অনেকেই বলেন, প্লাস্টিক সার্জারির সাহায্যেই এই সেক্সি ফিগার পেয়েছেন নোরা। যদিও কারোর সমালোচনাকে পাত্তা না দিয়ে একের পর এক ফ্যাশন গোল দিয়েই চলেছেন সেক্সবম্ব নোরা।
411
পাপারাৎজির চেোখ সর্বদাই রয়েছে তারকাদের গতিবিধির উপর, কে কখন কোথায় যাচ্ছে, মুহূর্তে লেন্সবন্দি হচ্ছে পাপারাৎজির ক্যামরায়। পাপারাৎজির ক্যামেরায় মাঝেমধ্যেই লেন্সবন্দি হন বলিউডের সাকি গার্ল।
511
পাপারাৎজির চেোখ সর্বদাই রয়েছে তারকাদের গতিবিধির উপর, কে কখন কোথায় যাচ্ছে, মুহূর্তে লেন্সবন্দি হচ্ছে পাপারাৎজির ক্যামরায়। পাপারাৎজির ক্যামেরায় মাঝেমধ্যেই লেন্সবন্দি হন বলিউডের সাকি গার্ল।
611
নোরার বেলি ডান্সের জাদুতে মোহিত গোটা বিশ্ব। সারা বিশ্বজুড়ে কোটি কোটি ফ্যান রয়েছে নোরার। তবে নাচের পাশাপাশি ফ্যাশন স্টেটমেন্টে ভক্তদের পাগল করছেন সাকি গার্ল।
সম্প্রতি লাল রঙের অফ শোল্ডার গাউন পরে ছবিতে পোজ দিয়েছেন নোরা। ছবি নজরে আসতেই তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। বুক চেরা গাউনে উন্মুক্ত বক্ষ-বিভাজিকা, আর তাতেই মজেছেন নেটিজনরা।
911
বডি হাগিং পোশাকে নোরাকে দেখেই রাতের ঘম উড়েছে। পোশাকের সঙ্গে পারফেক্ট লুকে যেন আগুন জ্বালিয়েছেন নোরা। গাউনের বেলুন স্লিভ তাকে আরও বেশি গর্জিয়াস লুক দিয়েছে।
1011
লাল রঙের গাউনের সঙ্গে ন্যুড মেক আপ এবং নোরার রূপের ছটায় লাইক ও কমেন্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি বিগ সাইজ নিতম্বের ভাঁজেও ভিড়মি খেয়েছেন নেটিজেনরা।
1111
নোরার এই গাউনটি তৈরি করেছে ব্রিটিশ ফ্যাশন সংস্থা এপ্রিল অ্যান্ড অ্যালেক্স। যার দাম ৫০০ পাউন্ড, ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৫১ হাজার টাকা। সেক্সিয়েস্ট নোরার আদায় ঘুম উড়ছে নেটিজেনদের।