Published : Sep 24, 2020, 12:45 PM ISTUpdated : Sep 24, 2020, 12:53 PM IST
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ৮৭ দিন পর গত ৮ সেপ্টেম্বর এনসিবি-র জেরায় গ্রেফতার হয়েছেন রিয়া চক্রবর্তী। এনসিবি-র জিজ্ঞাসাবাদের সময়েই ড্রাগ মামলায় জড়িত বলিউডের ২৫ জন সেলেবের নাম উল্লেখ করেছিলেন রিয়া। বারংবার জিজ্ঞাসাবাদের ফলেই উঠে এসেছিল এ-লিস্টারদের নাম। মাদকচক্রে জড়িত বলিউডের সবচেয়ে বড় রাঘববোয়ালের নামও ফাঁস করেছিলেন রিয়া। রিয়ার একসময়কার ঘনিষ্ঠ বান্ধবী সারা আলি খান-এর নামও তিনি ফাঁস করেছেন। তবে শুধু সারাই নন, শ্রদ্ধা, রকুল প্রীত সিংকে নিয়েও জলঘোলা শুরু হয়েছে। ইতিমধ্যেই এনসিবি-র নজরে রয়েছেন শ্রদ্ধা-সারা- রকুলরা। আজই এনসিবি-র দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল রকুল প্রীত সিংয়ের। গতকালই সমন পাঠানো হয়েছিল রকুলকে। সমনের জবাব দিচ্ছেন না রকুল। কিন্তু হঠাৎই কোথায় বেপাত্তা হলেন অভিনেত্রী, বাড়ছে জল্পনা।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতদন্তের মধ্যে মাদক যোগ নিয়ে উত্তাল হয়েছে। সুশান্ত মামলার মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তীকেও মাদক যোগে গ্রেফতার করেছে এনসিবি।
411
হঠাৎ করেই বেপাত্তা রকুল প্রীত সিং। এখনও পর্যন্ত এনসিবি-র দফতরে হাজির হননি রকুল প্রীত সিং।
511
এনসিবি-র পক্ষ থেকে জানানো হয়েছে, গতকালই রকুল প্রীত সিংকে সমন পাঠানো হয়েছে। সবরকম ভাবেই ওনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি, তবে ওনার পক্ষ থেকে কোনও জবাব মেলেনি।
611
সূত্র থেকে আরও জানা গেছে, বলি অভিনেত্রী রকুল প্রীত সিংকে দ্বিতীয়বার সমন পাঠানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে এনসিবি।
711
মুম্বইতে রকুল প্রীতের দুটো বাড়ি রয়েছে, দুই জায়গাতেই সমন পাঠানো হয়েছে। এর পাশাপশি সমনের সফট কপি হোয়াটসঅ্যাপে এবং ই-মেল মারফত পাঠানো হয়েছে।
811
একাধিকবার এনসিবি-র জেরার মুখে পড়েই মাদক সেবনের কথা স্বীকার করেছেন অভিনেত্রী রিয়া। শুধু তাই নয়, বলিউডের ২৫ জন হাই প্রোফাইল তারকার নামও উঠে এসেছে রিয়ার জেরায়।
911
বলিউডের পরিচালক-প্রযোজক থেকে শুরু করে বেশ কিছু তাবড় ব্যক্তিত্বদেরও নামও জেরায় উঠে এসেছে। তাদের মধ্যে সকলেই ড্রাগের সঙ্গে যুক্ত। কেউ ড্রাগ সেবন তো কেউ ড্রাগ পাচার সকলেই যুক্ত নিষিদ্ধ মাদকচক্রে।
1011
সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এনসিবি-র ডেপুটি ডিরেক্টর কেপিএস মলহোত্রা জানিয়েছিলেন, শুধু সারা নন, আরও দুই অভিনেত্রী রকুল প্রীত ও সিমন খামবাট্টার নামও নিয়েছেন রিয়া। রিয়ার বয়ানের পরই তাদের সমন পাঠানো হয়েছে।
1111
ইতিমধ্যেই গত তিন দিন ধরে জয়া শাহকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এনসিবি-র পক্ষ থেকে। যার ফোন থেকেই দীপিকা, শ্রদ্ধাদের মাদকযোগের হদিশ পাওয়া গেছে।