রবিনা টন্ডন। নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়িকা। যার হলুদ শাড়ির বৃষ্টিভেজা নাচ নাড়িয়ে দিয়েছিল গোটা বিশ্বকে। জনপ্রিয় গান 'টিপ টিপ বরসা পানি' নিয়ে ফ্যান্টাসাইজ করেননি এমন পুরুষের সংখ্যা প্রায় হাতে গোনা। এই গানটির পর থেকেই ভক্তের সংখ্যাও দ্বিগুণ বেড়ে গিয়েছিল। সম্প্রতি সুপারহিট নায়িকা ব্যক্তিগত জীবনের এক চর্চিত বিষয় সকলের সামনে উঠে এসেছে। এবং সেই কারণেই আবারও পেজ থ্রি-র শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী রবিনা টন্ডন। বলিউডের এক অভিনেতার প্রেমে পাগল ছিলেন রবিনা, যার কারণে আত্মহত্যাও করারও চেষ্টা করেছিলেন। কিন্তু কে সেই অভিনেতা? যার জন্য নিজের জীবন শেষ করতে চেয়েছিলেন রবিনা, জেনে নিন।
Riya Das | Published : Apr 15, 2020 7:12 AM IST