বলিউডের ড্রাগস বিতর্ক এখন অতীত। মুম্বইনগরী থেকে এখন অনেক দূরে রয়েছেন সইফ কন্যা সারা আলি খান। বলিউড তারকাদের পছন্দের ডেস্টিনেশন মলদ্বীপেও ছুটি কাটাচ্ছেন সারা। সঙ্গী মা এবং ভাই। 'গার্ল টু দ্য নেক্সট ডোর'-এর ইমেজ ঝেড়ে তিনি এখন 'হট সেনসেশন'। একের পর এক ছবি দিয়ে রাতারাতি নেটদুনিয়ার হট সেনসেশন হয়ে উঠেছেন পতৌদির নাতনি সারা আলি খান।
সময় পেলেই পরিবারের সঙ্গে সময় কাটাতে চলে যান পতৌদির নাতনি সারা আলি খান। কিছুদিন আগেও মলদ্বীপেও মা এবং ভাইকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন সারা। ফের মলদ্বীপে ছুটি কাটাচ্ছেন সারা।
310
প্রিন্টেড মনোকিনিতে একের পর এক ছবি শেয়ার করে নেটিজেনদের নজরে রয়েছেন নবাবকন্যা।
410
মলদ্বীপে নীল জলে যেন নীলপরী সারা। পুলের জলের মধ্যে ভাসমান অবস্থায় ছবি পোস্ট করেছেন সারা।