উন্মুক্ত নাভি-স্পষ্ট 'বক্ষ বিভাজিকা'র খাঁজ, বিচ লুকে আগুন ঝরাচ্ছেন 'Bikini Clad' সারা

Published : Jan 25, 2021, 01:54 PM IST

বলিউডের ড্রাগস বিতর্ক এখন অতীত। মুম্বইনগরী থেকে এখন অনেক দূরে রয়েছেন সইফ কন্যা সারা আলি খান। বলিউড তারকাদের পছন্দের ডেস্টিনেশন মলদ্বীপেও ছুটি কাটাচ্ছেন সারা। সঙ্গী মা এবং ভাই। 'গার্ল টু দ্য নেক্সট ডোর'-এর ইমেজ ঝেড়ে তিনি এখন 'হট সেনসেশন'। একের পর এক ছবি দিয়ে রাতারাতি নেটদুনিয়ার হট সেনসেশন হয়ে উঠেছেন পতৌদির নাতনি সারা আলি খান। 

PREV
110
উন্মুক্ত নাভি-স্পষ্ট 'বক্ষ বিভাজিকা'র খাঁজ, বিচ লুকে আগুন ঝরাচ্ছেন 'Bikini Clad' সারা


একটানা শুটিং, করোনা-লকডাউনের একঘেয়েমি কাটাতে সকলেই উড়ে যাচ্ছেন পছন্দের ডেস্টিনেশনে। বলিউড তারকাদের পছন্দের ডেস্টিনেশন মলদ্বীপেও ছুটি কাটাচ্ছেন সারা আলি খান।

 

210

সময় পেলেই পরিবারের সঙ্গে সময় কাটাতে চলে যান পতৌদির নাতনি সারা আলি খান। কিছুদিন আগেও মলদ্বীপেও মা এবং ভাইকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন সারা। ফের মলদ্বীপে ছুটি কাটাচ্ছেন সারা।

310

প্রিন্টেড মনোকিনিতে একের পর এক ছবি শেয়ার করে নেটিজেনদের নজরে রয়েছেন  নবাবকন্যা।

410

মলদ্বীপে নীল জলে যেন নীলপরী সারা। পুলের জলের মধ্যে ভাসমান অবস্থায় ছবি পোস্ট করেছেন সারা। 
 

510

জলের নীচে সুস্পষ্ট শরীর। পুলের মধ্যেই মধ্যাহ্নভোজ সারছেন সারা আলি খান।

610

মলদ্বীপের সমুদ্র সৌকতে বালিয়াড়ির মধ্যে শুয়ে সানবাথও নিতে দেখা গেছে সারাকে। মাল্টিকালার পোশাকে বিচ লুকে ফ্যাশনিস্তা সারাকে বিন্দাস মুডে দেখা গিয়েছে।

710

ফ্লোরাল প্রিন্টেড মনোকিনিতে অনাবৃত উরুতে উষ্ণতা যেন ঠিকরে বেরোচ্ছে। নো মেক আপ লুকে  প্রতিটি ছবিই ভাইরাল।

810


বিকিনি ক্ল্যাড সারাকে 'ভেনি ভিদি আমাভি' ব্র্যান্ডের মনোকিনিতে দেখা গিয়েছে । সইফ কন্যা সারা প্রতিটি ছবিই ভাইরাল।

910

আকাশি প্রিন্টেড মনোকিনিতে বক্ষ বিভাজিকা স্পষ্ট।  উন্মুক্ত নাভিতে চোখ আটকে নেটিজেনদের। সমুদ্র সৌকতে দাঁড়িয়ে রোদ গায়ে মাখছেন সারা।

 

1010

সুইমস্যুটের টোনড ফিগারে সারার সেক্সি ফিগার দেখে রীতিমতো ভিড়মি খাচ্ছেন সাইবারবাসী। হট অ্যান্ড বোল্ড লুকে ঘায়েল ভক্তরা।

click me!

Recommended Stories