খোলা পিঠ, বক্ষযুগলের সঙ্গে আটকে রয়েছে পোশাকের হাত, কনের সাজে ব্যাকলেসে চরম 'Trolled' সারা

Published : Apr 01, 2021, 11:07 AM IST

কখনও তিনি সিনড্রেলা, কখনও আবার বিকিনি বেব-বলি অভিনেত্রী সারা আলি খান যেন নেটদুনিয়ার হটকেক। একের পর এক ছবি দিয়ে রাতারাতি পেজ থ্রি-র পাতা সরগরম করছেন পতৌদির নাতনি সারা আলি খান।  'গার্ল টু দ্য নেক্সট ডোর'-এর ইমেজ ঝেড়ে তিনি এখন 'হট সেনসেশন'। সম্প্রতি খোলা পিঠের ডিজাইনার পোশাকে কনের সাজে  সারাকে দেখে ভিড়মি খেয়েছেন নেটিজেনরা। ব্যাকলেসে আগুন জ্বালিয়ে নেটিজেনদের কড়া সমালোচনার মুখে সারা আলি খান।

PREV
19
খোলা পিঠ, বক্ষযুগলের সঙ্গে আটকে রয়েছে পোশাকের হাত, কনের সাজে ব্যাকলেসে চরম 'Trolled' সারা

'গার্ল টু দ্য নেক্সট ডোর'-এর ইমেজ ঝেড়ে তিনি এখন 'হট সেনসেশন'। হট  ছবি শেয়ার করে নেটিজেনদের নজরে রয়েছেন  নবাবকন্যা।

29

শরীরী উষ্ণতায় বলিউডের তাবড় তাবড় অভিনেত্রীদের টেক্কা দিচ্ছেন সারা আলি খান।

39

সম্প্রতি রূপোলি ডিজাইনার ব্যাকলেস ব্রাইডাল পোশাকে সেজেছেন সারা আলি খান।

49

মণীশ মলহোত্রার ডিজাইনার লেহেঙ্গায় খোলা পিঠের ডিজাইনার পোশাকে কনের সাজে  সারাকে দেখে ভিড়মি খেয়েছেন নেটিজেনরা।

59

মণীশের চোখধাঁধাঁনো লেহেঙ্গা লুকে ফোটোশ্যুটে ঝড় তুলেছেন সোশ্যাল মিডিয়ায়। সাদা ডিজাইনার লেহেঙ্গায় প্রতিটি লুকেই লাস্যময়ী সারা।

69

মণীশ মলহোত্রার 'নুরিয়াত'-এর নয়া কালেকশন এই লেহেঙ্গা। ব্রাইডাল লুকে অসাধারণ ভঙ্গিতে ধরা দিয়েছেন সইফ কন্যা।

79

তবে ব্রাইডাল লুকে যতটা নজর কেড়েছেন অভিনেত্রী আবার ব্যাকলেসে নেটিজেনদের কড়া সমালোচনার মুখে সারা আলি খান।

89

ব্যাকলেস ব্রাইডাল লেহেঙ্গার ডিজাইন দেখেই ধেয়ে এসেছে কটাক্ষ। নেটিজেনরা বলেছেন, 'এই পোশাকে শরীরে কীভাবে আটকে রয়েছে?', আবার কেউ বলছেন, 'লেহেঙ্গা থেকে কাপড় নিয়ে ব্লাউজে লাগাতে'।

99


যদিও নেটিজেনদের কটুক্তির কোনও জবাবই দেননি সারা। বরং খোশমেজাজে হট ফোটোশুটে নজর কেড়েছেন নায়িকা। এই মুহূর্কে বেশ কয়েকটি প্রজেক্ট রয়েছে সারার হাতে। আপতত শুটিং নিয়ে ব্যস্ত সারা।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories