'দাবাং' ছবিতেই সলমন খানের বিপরীতে বলিউডে ডেবিউ করেছিলেন সোনাক্ষি।
210
বরাবরই সাহসী চরিত্রে অভিনয় করে সকলের মন জিতে নেন অভিনেত্রী। কোনওদিন অভিনেত্রী হওয়ার স্বপ্ন ছিল না সোনাক্ষির। কিন্তু বর্তমানে ফ্ল্যাট অ্যাবসেই ছক্কা হাঁকাচ্ছেন শত্রুঘ্ন কন্যা।
310
কখনও বুলেট নিয়ে মুম্বইয়ের রাস্তায়, আবার কখনও মাঝরাতে আইসক্রিমের বায়নাক্কা, কখন মাইক পেলেন গান ধরা, আবার কখনও সোশ্যাল মিডিয়া লাইভ এইসব নিয়েই দিব্যি খোশমেজাজে আছেন অভিনেত্রী।
410
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শরীরচর্চা ছবি পোস্ট করেছেন দাবাং গার্ল। সুস্থ শরীরের জন্য নিয়মিত শরীরচর্চা-যোগাসন মাস্ট। ছবিটি ভাইরাল হতেও খুব বেশি সময় নেয়নি।
510
স্কিন কালারের বটম পোশাক পরেই যোগাসন করছেন সোনাক্ষি। কিন্তু শরীরের সঙ্গে লেগে থাকা পোশাক দেখেই অনেকেই মনে করেছেন তিনি কিছুই পরেননি। এবং অন ক্যামেরাতেই নগ্ন হয়ে শরীরচর্চা মজেছেন নায়িকা।
610
আসলে তা নয়, গায়ের রঙের সঙ্গে স্কিন কালারের বটম পোশাক একেবারে মিলে গেলে, তা দেখেই ভিড়মি খেয়েছেন ভক্তরা। এই ছবিই এখন নেটদুনিয়ার হটকেক।