বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাউতকে নিয়ে সবসময়েই উত্তাল বলিউড। গ্য়াংস্টার ছবি দিয়েই বলিউডে কেরিয়ার শুরু করেছিলেন কঙ্গনা। তবে জানেন কি ছবির জন্য কঙ্গনাকে নয়, বরং টলি কুইন কোয়েল মল্লিককে পছন্দ ছিল পরিচালক অনুরাগের। কিন্তু চুম্বনের দৃশ্যে প্রবল আপত্তি ছিল কোয়েলের, তাই চিত্রনাট্য পছন্দ হলেও শেষমেষ বেঁকে বসেন কোয়েল, এবং কোয়েলের একটা না বলাই কি কেরিয়ার গ্রাফ বদলে দিয়েছিল কঙ্গনা রানাউতের, প্রকাশ্যে এল সত্য।
সালটা ২০০৬। 'গ্য়াংস্টার' ছবি দিয়েই বলিউডে কেরিয়ার শুরু করেছিলেন কঙ্গনা।
210
তবে ছবির জন্য কঙ্গনাকে নয়, বরং টলি কুইন কোয়েল মল্লিককে পছন্দ ছিল পরিচালক অনুরাগ কাশ্যপের। চিত্রনাট্য পছন্দ হলেও শেষমেষ বেঁকে বসেন কোয়েল মল্লিক।
310
নিজের তৈরি নীতি ভাঙতে প্রথম থেকেই নারাজ ছিলেন কোয়েল। তার উপর আবার মল্লিক পরিবারের মেয়ে। গোড়া থেকেই নিজের জায়গায় কঠোর ছিলেন বলি কুইন।
410
নিজের তৈরি নীতি ভাঙতে প্রথম থেকেই নারাজ ছিলেন কোয়েল। তার উপর আবার মল্লিক পরিবারের মেয়ে। গোড়া থেকেই নিজের জায়গায় কঠোর ছিলেন বলি কুইন।
510
আসলে অনুরাগের গ্যাংস্টার ছবিতে ইমরানের সঙ্গে ঘনিষ্ঠ চুম্বন করতে হতো কোয়েলকে। আর চুম্বনের দৃশ্যে প্রবল আপত্তি ছিল কোয়েলের।
610
আর কোয়েলের একটা না বলাই কি কেরিয়ার গ্রাফ বদলে দিয়েছিল কঙ্গনা রানাউতের। কেরিয়ারের প্রথম ছবিতে খোলামেলা চুম্বনের দৃশ্যে ফাটিয়ে অভিনয় করেছিলেন কঙ্গনা।
710
কঙ্গনা রানাউত প্রথম ছবিতেই নিজের সাহসীকতাকে যথাযোগ্য ফুটিয়ে তুলেছিলেন,যা সমালোচক মহলেও প্রশংসা কুড়িয়েছিল।
810
বলিউডে কাজ হাতছাড়া হয়েছে বলে কোনও আফসোসও নেই কোয়েলের। এমনকী অনুরাগের সঙ্গে কোয়েলের সম্পর্কও আগের মতোন রয়েছে।
910
আজ থেকে প্রায় এক দশক আগে পরিচালকের টক শো 'কে হবে বিগেস্ট ফ্যান'-এ যোগ দিয়েছিলেন কোয়েল। সেখানে বলিউড ছবি গ্যাংস্টারে অভিনয়ে না-এর কারণ জানান কোয়েল।
1010
বর্তমানে বি-টাউনের প্রথম সারির অভিনেত্রী কঙ্গনা। এবং অনুরাগের এই ছবি দিয়ে বলি সফর শুরু করেছিলেন কঙ্গনা। এবং তাতে তিনি বাজিমাতও করেছিলেন। তবে এখনও পর্যন্ত বলিউডে আর কোনও ছবিতে দেখা যায়নি টলি কুইন কোয়েল মল্লিককে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।