"তোমার মধ্যে কনও সৌন্দর্য নেই", এই মন্তব্যের কারণেই কি লিপ ফিলারের সহায় হন অনুষ্কা

প্লাস্টিক সার্জারি, সিনে জগতে অত্যন্ত সাধারণ একটি ব্যাপার। আজকাল তো আরও বেশি বেড়ে গিয়েছে বিষয়টি। বয়সের ছাপ পড়ছে, স্কিন লিফ্ট করে নেওয়া, ঠোঁট পাতলা লাগলে লিপ জব, স্তন ছোট হলে ব্রেস্ট ইমপ্লান্ট। প্রতিটি বিষয় এখন জলভাত। তবে অনুষ্কা শর্মার মত প্রতিভাও যে এই ট্র্যাপে পড়বেন তা হয়তো তিনি নিজেও ভাবেননি। তাই লিপ জব করার পর এখন রীতিমত হাত কামড়ান অভিনেত্রী। নিতান্তই একটি ছোট বিষয় নিয়ে বেশি ভাবতে শুরু করেছেন অনুষ্কা। যার ফলস্বরূপ তিনি সিদ্ধান্ত নেন লিপ ফিলার্সের সাহায্য নেবেন। তাঁর মত প্রতিভার প্রথমত প্লাস্টিক সার্জারির প্রয়োজন ছিল না। দ্বিতীয়ত, তিনি নিজেকে যেভাবে এতদিন বলিউডে প্রোট্রে করে এসেছেন তা এক মুহূর্তের মধ্যে ভেঙে গিয়েছিল এই লিপ জবের পর।

Adrika Das | Published : May 1, 2020 12:21 PM IST
110
"তোমার মধ্যে কনও সৌন্দর্য নেই", এই মন্তব্যের কারণেই কি লিপ ফিলারের সহায় হন অনুষ্কা


কফি উইথ করণে এসে অনুষ্কা জানান, আদিত্য চোপড়া তাঁকে বলেছিলেন তিনি নাকি সুন্দর দেখতে নয়, তাই তাঁকে ভাল অভিনয় করেই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হবে। 
 

210

অনুষ্কা এই কথাটি নিয়ে প্রথমদিকে হয়তো কিছুটা দুঃখ পেয়েছিলেন। পরবর্তীতে ভাল ছবির প্রস্তাব আসতেই ভুলে গিয়েছিলেন বিষয়টি।

310

তবে তাঁর মাথা থেকে যে বিষয়টি একেবারেই যায়নি তা বোঝা গিয়েছিল অভিনেত্রীর লিপ জবের পর।
 

410

আদিত্য চোপড়ার কথাতে কি অনুষ্কা এতটাই আঘাত পেয়েছিলেন যে নিজের প্রতিভার উপর আর ভরসাই রাখতে পারলেন না। 

510

অভিনয় দক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করতে থাকলেন তিনি। তারপরই লিপ জবের সাহারা নেওয়া।

610

অভিনয় দক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করতে থাকলেন তিনি। তারপরই লিপ জবের সাহারা নেওয়া।

710

বম্বে ভেলভেট ছবির স্ক্রিপ্ট পরে তাঁর নাকি মনে হয়েছিল যে চরিত্রটি অনুযায়ী তাঁর চেহারায় বদল আনতে হবে।

810

চেহারায় বদল এনে, ওজন বাড়িয়েছিলেন অনেকটাই। যার পর অনুষ্কার লুক নিয়ে প্রশংসার পুল বেঁধেছিল দর্শক।

910

তবে এই ট্রান্সফরমেশনে খুশি ছিলেন না অনুষ্কা। তিনি ঠোঁটের উপর কাঁচি, ইনজেকশন লাগানোর সিদ্ধান্ত নিলেন। 

1010

অনুষ্কার কথায়, "আমার মনে হয়েছিল ঠোঁটটা খুব পাতলা লাগছে। তাই এই টেম্পোরারি লিপ ফিলার ব্যবহার করেছি। সময়ের সঙ্গে এটার এফেক্ট চলে যাবে।"

Share this Photo Gallery
click me!

Latest Videos