ড্রাগ কেসে জড়িত 'ভারতী সিং' আদিত্যর রিসেপশনের হটকেক, রইল উষ্ণ চুম্বনের রোম্যান্টিক মুহূর্ত

দীর্ঘদিন ধরে  উদিত নারায়ণ পুত্র আদিত্য  নারায়ণের বিয়ের খবরে সরগরম বলিউড। গত ১ লা ডিসেম্বর অর্থাৎ মঙ্গলাবার আদিত্য নারায়ণ তার দীর্ঘদিনের বান্ধবী শ্বেতা আগরওয়ালের সঙ্গে গাটছড়া বেঁধেছেন।  করোনা আবহে বিয়ের অনুষ্ঠানে সামান্য লোকজনের উপস্থিতি দেখা গেলেও রিসেপশনে নজর কেড়েছে ড্রাগস মামলায় অভিযুক্ত কমেডিয়ান ভারতী সিং। সম্প্রতি আদিত্য রিসেপশনের ছবি ভাইরাল হয়েছে, যেখানে হবু স্ত্রী শ্বেতাকে উষ্ণ চুম্বনে ভরিয়ে দিচ্ছেন আদিত্য নারায়ণ।

Riya Das | Published : Dec 3, 2020 5:18 AM IST
19
ড্রাগ কেসে জড়িত 'ভারতী সিং' আদিত্যর রিসেপশনের হটকেক, রইল উষ্ণ চুম্বনের রোম্যান্টিক মুহূর্ত

 ১ লা ডিসেম্বর আদিত্য নারায়ণ তার দীর্ঘদিনের বান্ধবী শ্বেতা আগরওয়ালের সঙ্গে গাটছড়া বেঁধেছেন।  বিয়ে থেকে রিসেপশন-সবই চোখধাঁধানো।

29


অফ শোল্ডার লাল রঙের গাউনে গর্জিয়াস লুকে নজর কেড়েছেন শ্বেতা। অন্যদিকে কালো রঙের স্যুটে নজর কেড়েছেন আদিত্য।

39

নববধূর সঙ্গে রিসেপশনের অনুষ্ঠানে জমিয়ে নেচেছেন আদিত্য। এবং নাচতে নাচতেই রোম্যান্টিক মুডে চুম্বন করতে দেখা গিয়েছে আদিত্যকে।

49

ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের উপস্থিতিতে জমজমাট ছিল রিসেপশনের অনুষ্ঠান।

59


বাবা উদিত নারায়ণ ও মা দীপা নারায়ণ ছেলে ও পুত্রবধূর সঙ্গে হাসিমুখে পোজ দিয়েছেন।

69


করোনা আবহে বিয়ের অনুষ্ঠানে মাত্র ৫০ জন লোকজনের উপস্থিতি দেখা গেছে আদিত্য বিয়েতে। মন্দিরেই বিয়ে সেরেছেন আদিত্য-শ্বেতা।

79


 রিসেপশনের মূল আকর্ষণ ছিল ছোটে মিঞা অর্থাৎ গোবিন্দা।

89


আদিত্য- শ্বেতাকে একসঙ্গে দেখা গিয়েছিল বিক্রম ভাট পরিচালিত 'শাপিত' ছবিতে।

99


আদিত্য- শ্বেতাকে একসঙ্গে দেখা গিয়েছিল বিক্রম ভাট পরিচালিত 'শাপিত' ছবিতে।

Share this Photo Gallery
click me!

Latest Videos