বঙ্গতনয়ার বেবিবাম্পে আদুরে চুমু হবু বাবার, 'বেবি শাওয়ার'-এর থিম পার্টিতে গর্জিয়াস 'মম টু বি'

অন্তঃসত্ত্বা জনপ্রিয় বাঙালি নায়িকা পূজা বন্দ্যোপাধ্যায়। খুব শীঘ্রই মা হতে চলেছেন তিনি। গর্ভবতী হওয়ার পরও উন্মুক্ত বেবিবাম্পের ছবি শেয়ার করে সকলের নজর কেড়েছিলেন পূজা। একের পর এক ছবিতেই ভক্তদের  চমক দিয়েছেন। সদ্যই সাধভঙ্গনের অনুষ্ঠান হয়েছে পূজার। সাধের অনুষ্ঠান থিম ফোটোশুটে নজর কেড়েছেন অভিনেত্রী। শুধু তাই নয়, মম টু বি-কে আদরে ভরিয়ে দিয়েছেন হবু বাবা কুনাল ভার্মা। রং বেরংয়ের কেক, ফোটোশুটে জমে গিয়েছে পূজার থিম 'বেবি শাওয়ার'। একঝলকে দেখে নিন গর্জিয়াস 'মম টু বি'-কে।

Riya Das | Published : Sep 18, 2020 5:08 AM IST / Updated: Sep 18 2020, 10:39 AM IST
110
বঙ্গতনয়ার বেবিবাম্পে আদুরে চুমু হবু বাবার, 'বেবি শাওয়ার'-এর থিম পার্টিতে গর্জিয়াস 'মম টু বি'

সম্প্রতি প্রথম বেবি শাওয়ার-এর অনুষ্ঠান অনুষ্ঠিত হল জনপ্রিয় বাঙালি নায়িকা পূজা বন্দ্যোপাধ্যায়ের।

210

 খুব শীঘ্রই মা হতে চলেছেন  পূজা। গর্ভবতী হওয়ার পরও উন্মুক্ত বেবিবাম্পের ছবি শেয়ার করে সকলের নজর কেড়েছিলেন পূজা। 

310

সাধের অনুষ্ঠানে থিম ছিল হলুদ। পূজা একাই নয়, সকলেই হলুদ পোশাক পরেছিলেন এই বেবি শাওয়ার-এর অনুষ্ঠানে।

410

স্বামী কুণাল ভার্মা ও ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের নিয়ে জমজমাট ভাবেই কেটেছে পূজার সাধভঙ্গনের অনুষ্ঠান।

510


একের পর এক ফোটোশুটে নজর কেড়েছেন অভিনেত্রী। রং-বেরংয়ের কেক, ফোটোশুটে জমে গিয়েছে পূজার থিম 'বেবি শাওয়ার'। কেকের উপর লেখা পুশ পূজা পুশ, যা সকলেরই নজর কেড়েছ। 

610

 শুধু তাই নয়, মম টু বি-কে আদরে ভরিয়ে দিয়েছেন হবু বাবা কুনাল ভার্মা। পূজাকে জড়িয়ে ধরে বেবিবাম্পের উপর চুমু খাচ্ছেন কুনাল। এই ছবিই এখন নেটদুনিয়ার হটকেক।

710

 গর্ভবতী হওয়ার পর এই প্রথম বেবি শাওয়ার অনুষ্ঠানে একের পর এক ফোটোশুটে নজর কেড়েছেন বঙ্গতনয়া। মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ছবি। বঙ্গতনয়া পূজার উন্মুক্ত 'বেবি বাম্প'-এর ছবিও মুহূর্তে ভাইরাল হয়েছিল।

810

পূজা ও কুনালের আদুরে ফোটোশুটে মজেছে নেটিজেনরা। এই পাশাপাশি কেকের ছবি নিয়েও জোর সমালোচনা শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে।

910

 মন্ত্রোচারণের মধ্যে  সামাজিক মতে প্রেমিক কুণালের সঙ্গে গাটছড়া বাঁধতে চলেছিলেন পূজা। লকডাউন পরিস্থিতিতে সেই ভাবনা শিকেয় উঠেছে। নিজের বিলাসবহুল বিয়ের ভাবনা বাতিল করেছিলেন এই জুটি।

1010


লকডাউনেই রেজিস্ট্রি মতে বিয়ে সারেন এই তারকা যুগল। করোনা পরিস্থিতি কেটে গেল রিসেপশন হবে বলে জানিয়েছিলেন এই লাভ বার্ডস কিন্তু রিসেপশনের আগেই জমজমাটড সাধের অনুষ্ঠানে নজর কেড়েছেন পূজা।

Share this Photo Gallery
click me!

Latest Videos