'অর্ধনগ্ন থেকে উন্মুক্ত বক্ষ', আলিশান বাংলোর পর কোটি টাকার গাড়ি কিনে চমক 'Bikini Clad' নিয়ার

Published : Jan 15, 2021, 02:41 PM ISTUpdated : Jan 15, 2021, 02:58 PM IST

টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তথা এশিয়ার ৫০ জন সেক্সি ওমেনের মধ্যে দ্বিতীয় স্থানে নিজের জায়গা পাকা করে নিয়েছেন বলিউডের বিকিনি ক্ল্যাড  নিয়া শর্মা। নিজের ইনস্টাগ্রামে একের পর এক ছবি শেয়ার করে আগুন জ্বালাচ্ছেন টেলিভিশনের নাগিন। কখনও অর্ধনগ্ন, আবার কখনও উন্মুক্ত বক্ষ, এটাই যেন নিয়ার ফ্যাশন স্টেটমেন্ট। সদ্যই আলিশান বাড়ি কিনেছেন অভিনেত্রী। এবার কোটি টাকার গাড়ি কিনে সকলকে তাক লাগিয়ে দিলেন নাগিন অভিনেত্রী।  

PREV
19
'অর্ধনগ্ন থেকে উন্মুক্ত বক্ষ', আলিশান বাংলোর পর কোটি টাকার গাড়ি কিনে চমক 'Bikini Clad' নিয়ার

বলিউডের 'নাগিন' খ্যাত অভিনেত্রী  নিয়া  শর্মার বোল্ডনেসে কাঁপছে সোশ্যাল মিডিয়া। নিজের ইনস্টাগ্রামে একের পর এক ছবি শেয়ার করে আগুন জ্বালাচ্ছেন নিয়া।

29

একের পর  এক ছবি শেয়ার পরে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আগুন জ্বালাচ্ছেন নিয়া শর্মা। প্রতিটি ছবিতেই যেন ঠিকরে বেরোচ্ছে তার ভরা যৌবন।

39

কখনও অর্ধনগ্ন, আবার কখনও উন্মুক্ত বক্ষ, এটাই যেন নিয়ার ফ্যাশন স্টেটমেন্ট। বলিউডের তাবড় তাবড় অভিনেত্রীদেরও যেন ফ্যাশনে টেক্কা দিচ্ছেন নিয়া।

49

সদ্যই আলিশান বাড়ি কিনেছেন অভিনেত্রী। এবার কোটি টাকার গাড়ি কিনে সকলকে তাক লাগিয়ে দিলেন নাগিন অভিনেত্রী।

59

নিজের স্বপ্নপূরণ করতে পছন্দের ভলভো এক্সসি৯০ ডি৫ গাড়ি কিনেছেন নিয়া। যার দাম শুনে চোখ কপালে উঠেছে নেটিজেনদের।

69

নিজের ইনস্টাগ্রামে নতুন গাড়ির ভিডিও শেয়ার করেছেন নিয়া। গাড়িটির বর্তমান মূল্য ৮০ লক্ষ থেকে প্রায় ১ কোটির টাকার মধ্যে।

79

গাড়ির ছবি পোস্ট করে নিয়া ক্যাপশনে লিখেছেন, আপনি অর্থের বিনিময়ে সুখ কিনতে পারবেন না, কিন্তু মনের মতোন গাড়ি কিনতে পারবেন।

89


ইতিমধ্যেই নিয়ার এই গাড়ির ভিডিও পোস্টে একাধিক মন্তব্য করেছেন অভিনেত্রীর কো-স্টার সহ ভক্তরা।

99

নতুন গাড়ি কিনেই বন্ধুদের নিয়ে লং ড্রাইভে বেরিয়ে পড়েছেন নিয়া। 

click me!

Recommended Stories