আবারও খবরের শিরোনামে ব্রহ্মাস্ত্র, চলতি বছরেই মুক্তি, অপেক্ষা শুধু রণবীরের

রিয়েল লাইফ পার্টনার আলিয়া ভাট ও রণবীর কাপুরকে কবে পাওয়া যাবে রিল লাইফে, অপেক্ষায় দিন গুণছে ভক্তমহল। একের পর এক মাস যায়। ছবির একাধিক মুক্তির দিন স্থির হওয়ার সত্ত্বেও তা মুক্তি পায়নি। একপ্রকার ধামা চাপাই পড়ে গিয়েছে এই ছবির মুক্তির খবর। 

Jayita Chandra | Published : Mar 18, 2021 11:24 AM
18
আবারও খবরের শিরোনামে ব্রহ্মাস্ত্র, চলতি বছরেই মুক্তি, অপেক্ষা শুধু রণবীরের

আলিয়া ভাট ও রণবীর কাপুরকে একই ফ্রেমে নিয়ে কাজ করার কথা অনেকেই পরিকল্পনা করে রেখেছেন। তবে শর্ত একটাই। 

28

আগে মুক্তি পেতে হবে ব্রহ্মাস্ত্র ছবি। কিন্তু সেখানেই বাধা। করোনার মাঝেও একের পর এক ছবি মুক্তি পেলেও মুক্তি পায়নি ব্রহ্মাস্ত্র। 

38

২০১৯ থেকেই অপেক্ষাতে দিন গুণঠে ভক্তমহল। একবার অমিতাভ বচ্চন নিজেই টুইট করে জানিয়েছিলেন নতুন মুক্তির দিন। 

48

লাভের লাভ কিছুই হয়নি। সেখানেও দেখা যায় একই সমস্যা, ছবি মুক্তি আবারও যায় পিছিয়ে। এরপর করোনার কোপ। 

58

কোনও প্রসঙ্গই ওঠেনি এই কয়েকমাসে ব্রহ্মাস্ত্র নিয়ে। ২০২১-এ আবারও সেই ছবির বাকি কাজে হাত দেওয়ার পরিকল্পনা করে ফেলেন অয়ন মুখোপাধ্যায়। 

68

সেখানেও বাধা হয়ে দাঁড়ায় একটাই সমস্যা, তা হল কোভিড। এবার পরিস্থিতি খানিক স্বাভাবিক হলেও করোনায় আক্রান্ত রণবীর কাপুর। যার ফলে বাকি কাজ শুরুর অপেক্ষায় দিনগুনছে টিম। 

78

এদিকে প্রযোজনা সংস্থা ধর্ম প্রডাকশন ও ফক্স স্টার ডিস্ট্রিবিউশন নিয়ে কাজ শুরু করেছে। চলতি বছরেই মুক্তির সম্ভাবনা। 

88

সম্প্রতি এক ভিডিওতে সেই ইঙ্গিতই দিলেন আলিয়া ও রণবীর। জানালেন নভেম্বর বা ডিসেম্বরে একটি সময় স্থির করা হচ্ছে ছবি মুক্তির জন্যে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos