তাদের কথায়, এখনও দেরি হয়নি। ঐশ্বর্য এবং আমিরকে একসঙ্গে দেখতে চান তাঁরা। বলিউডের দুই তাবড় অভিনেতা-অভিনেত্রীকে একই পর্দায় দেখার সৌভাগ্য পেতে চায় তারা। করণ জোহারের বহু প্রতিক্ষিত প্রজেক্ট 'সুদ্ধি'র প্রস্তাব প্রথমে দেওয়া হয়েছিল আমির এবং ঐশ্বর্যকে। সে প্রস্তাবেও নাকোচ করেছেন দু'জনেই।