কে এই মিহিকা বাজাজ, চিনে নিন রানা দগ্গুবতির 'বাগদত্তা'-কে

লকডাউনের মধ্যেই মে মাসের ২১ তারিখ চুপিসারে আংটি বদল সেরে নিয়েছিলেন বাহুবলি  অভিনেতা রানা দগ্গুবতি। রাত পেরোলেই বাহুবলির ভল্লালদেব গাটছড়া বাঁধতে চলেছেন ইন্টিরিয়র ডিজাইনার মিহিকা বাজাজের সঙ্গে। লকডাউন হোক বা মারণ ভাইরাস করোনা কোনওকিছুই বাধা মানল না রানা ও মিহিকার বিবাহে। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে হলদি থেকে মেহেন্দির অনুষ্ঠান। রূপকথার বিবাহের প্রতিটি ছবিটি নেটদুনিয়ার হটকেক। কিন্তু কে এই মিহিকা বাজাজ,   ভল্লালদেবের বাগদত্তা সম্বন্ধে রইল কিছু বিশেষ তথ্য।

Riya Das | Published : Aug 7, 2020 6:48 AM IST / Updated: Aug 07 2020, 12:30 PM IST

110
কে এই মিহিকা বাজাজ, চিনে নিন রানা দগ্গুবতির 'বাগদত্তা'-কে

 নিজের হবু স্ত্রীর ছবিও শেয়ার করে বাগদানের খবরটি অভিনেতা নিজেই তার টুইটারে জানিয়েছিলেন। ভল্লালদেব। আগামীকালই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন রানাও মিহিকা।

210

কিন্তু কে এই মিহিকা? তা জানার জন্যই মুখিয়ে রয়েছেন ভল্লালদেবের ফ্যানেরা। 

310

মিহিকা হলেন একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার ডিউ ড্রপ ডিজাইন সংস্থার প্রতিষ্ঠাতা। অন্যদিকে তার মা হলেন বাজাজ গয়নার শিল্পে এক জনপ্রিয় নাম। তার ক্রসালা শো-রুম গয়না শিল্পীদের জন্য জনপ্রিয় হট স্পট। বিশেষত, বিশ্বের ওয়েডিং প্ল্যানারদের মধ্যেও তিনি অন্যতম।

410

মিহিকা বাজাজ মুম্বইয়ের রচনা সংসদ থেকে ইন্টিরিয়র ডিজাইনিংয়ের উপর ডিপ্লোমা করেছেন। এবং লন্ডনের চেলসি বিশ্ববিদ্যালয় আর্ট অ্যান্ড ডিজাইনে স্নাতকোত্তর ডিগ্রিও অর্জন করেছেন।

510


মিহিকা নিজের কেরিয়ারে মুম্বইতেই শুরু করেছিলেন একজন ইন্টার্ন হিসেবে। তারপরই ডিজাইন পাটাকির লেখকও ছিলেন।

610

২০১৭ সালে তিনি নিজের কোম্পানি অর্থাৎ ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা ডিউ ড্রপ ডিজাইন এর সূচনা করেছিলেন।

710


মিহিকা খেতে এবং রান্না করতে ভীষণ পছন্দ করেন। এছাড়াও ঘোড়ায় চড়তেই ভীষণ পারদর্শী মিহিকা বাজাজ।

810


একটি সাক্ষাৎকারে মিহিকা জানিয়েছিল, হায়দরাবাদ ও মুম্বইয়ের মধ্যেই তিনি প্রচুর ভ্রমণ করেন। হায়দরাবাদ এমন একটা প্রেমের শহর যেখানে বড় হয়েছেন মিহিকা। হায়দরাবাদের  বেশিরভাগ লোকজনই বন্ধুর থেকেও বেশি পরিবারের মতোন।

910

তিনি আরও জানিয়েছেন,  মুম্বই মিহিকাকে কাজের অনুপ্রেরণা জোগায়। যা তাকে নিয়মিত চলতে সাহায্য করে। 

1010

সোনম কাপুরের পুরো পরিবারের সঙ্গেই মিহিকার অত্যন্ত ভাল সম্পর্ক। শুধু তাই নয় মিহিকাকে নিজের পরিবারের একজন মনে করেন সোনম। 

Share this Photo Gallery
click me!
Recommended Photos