কীসের এত ভয়, কেন সারাক্ষণ ঐশ্বর্যর হাত আগলে জুনিয়র বচ্চন, জানলে অবাক হবেন

Published : Dec 11, 2020, 01:13 PM ISTUpdated : Dec 11, 2020, 03:13 PM IST

 বন্দি দশায় সময় কাটাতে সকলেই বিনোদনের রসদ খুঁজে নিচ্ছেন। এই সময়টাতেই বলি তারকাদের পুরোনো ভিডিও, গসিপ, ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। রিল থেকে রিয়েল তারকাদের পুরোটাই যেন গসিপে মোড়া।  বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনও রয়েছেন সেই তালিকায়। সম্প্রতি অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের বেশ কিছু  পুরোনো ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে  জুনিয়র বচ্চনকে ঐশ্বর্যকে আগলে রাখতে দেখা গেছে।

PREV
17
কীসের এত ভয়, কেন সারাক্ষণ ঐশ্বর্যর হাত আগলে জুনিয়র বচ্চন, জানলে অবাক হবেন

সম্প্রতি অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের বেশ কিছু  পুরোনো ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা নিয়ে জোর শোরগোল শুরু হয়েছে।

27


প্রতিটি ছবিতেই অভিষেক বচ্চনকে ঐশ্বর্যর হাত ধরে থাকতে দেখা গেছে। 

37

ঐশ্বর্যকে সাদা-নীল রঙের অফ শোল্ডার ড্রেসে দেখা গেছে। গর্জিয়াস লুকে নজর কেড়েছেন প্রাক্তন বিশ্ব সুন্দরী।

47


প্রতিটি ছবিতেই ঐশ্বর্যকে আগলে ধরে রেখেছেন জুনিয়র বচ্চন। কিন্তু কেন? এই নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।

57

ঐশ্বর্যকে নিয়ে কি তবে ভয় পাচ্ছেন জুনিয়র বচ্চন। নাকি চোখে হারাতে চান না বলে সবসময়েই সঙ্গে সঙ্গে নিয়ে চলছেন, প্রশ্ন নেটিজেনদের।

67

অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের সঙ্গে ইউরোপ সফরে অভিষেক-ঐশ্বর্য। 

77


পুরো বচ্চন পরিবারকে ইউরোপে ঘোরাফেরা করতে দেখা গেছে।

click me!

Recommended Stories