প্রতিবন্ধী থেকে মানসিক ভারসাম্যহীন তকমা জুটেছে ঐশ্বর্যর। মেয়ের হাত ধরে পোজ দিতে গিয়েই চরম ট্রোলের মুখে পড়ছেন ঐশ্বর্য রাই বচ্চন।
88
এমনকী অমিতাভের হাত ধরেও প্রায়শই শিরোনামে উঠে এসেছেন ঐশ্বর্য।এই মুহূর্তে বলিউডে কোনও ছবির অফার নেই ঐশ্বর্যর কাছে। তবে সূত্রের খবর দীর্ঘ বছর পর অনুরাগ কাশ্যপ পরিচালিত গুলাব জামুন ছবিতে ঐশ্বর্য-অভিষেককে একসঙ্গে দেখা যাবে।