সর্বনাশ, কী কাণ্ড ঘটল ঐশ্বর্যের সঙ্গে, সকলের সামনে হাতজোড় করে কেঁদে ফেললেন বচ্চনবধূ

ঐশ্বর্য রাই বচ্চন মানেই স্পটলাইন। বলিউড ডিভা যেখানেই থাকুন না কেন পাপারাৎজিদের দল মুহূর্তে পৌঁচ্ছে  যান সেখানে। তবে সব সময় সময় ইভেন্ট কী মনের মত হয়! তারকারাও একাধিক সময় বেসামাল হয়ে পড়েন।

Jayita Chandra | Published : Mar 7, 2021 11:10 AM
110
সর্বনাশ, কী কাণ্ড ঘটল ঐশ্বর্যের সঙ্গে, সকলের সামনে হাতজোড় করে কেঁদে ফেললেন বচ্চনবধূ

ঐশ্বর্য রাই বচ্চন মানেই স্পটলাইট। বলিউডের স্টারেদের দেখা মাত্রই ফ্লেমবন্দি করে থাকেন পাপারাৎজিদের দল।

210

তবে সামনে যদি থাকে ঐশ্বর্য তবে তো বলাই বাহুল্য। এমনই এক ইভেন্টে উপস্থিত হয়েছিলেন পাপারাৎজিদের দল।  

310

ইভেন্ট তারকাদারে কাছে বিশেষ কিছু না, অহরহ তাঁরা উপস্থিত হয়ে থাকেন বিভিন্ন অনুষ্ঠানে। তবে এক বিশেষ ইভেন্টে ঐশ্বর্যকে দেখে ঘাবরে দিয়েছিলেন অনেকেই। 

410

সকলের সামনে ঐশ্বর্যের চোখে জল, অঝোরে কেঁদে ফেলেন বচ্চন বধূ, সেই বিশেষ অনুষ্ঠান ঠিল তাঁ বাবা কৃষ্ণরাজ রাইয়ের জন্মবার্ষিকী।  

510

সেদিন তিনি তাঁর মা বৃন্দা রাই বচ্চন ও মেয়ে আরাধ্যাও উপস্থিত হয়েছিলেন সেই অনুষ্ঠানে। সেই বিশেষ দিনে  ১০০ শিশুর অপারেশনের ভার গ্রহণ করেন বচ্চন বধু।  

610

যথারীতি খবর পেয়ে সেখানে হাজির হয়ে যা হাজার হাজার চিত্রসাংবাদিক। তবে তাঁদের দেখা মাত্রই, ক্যামেরার সাটারের শব্দে সব শিশুরা ভয় পেয়ে যায়।   

710

ভয় পেয়ে যায় ছোট্ট আরাধ্যাও। সকলকে সামালানোর চেষ্টা করেও যখন পরিস্থিতি স্বাভাবিক হচ্ছিল না, তখন ঐশ্বর চিত্রসাংবাদিকের উদ্যেশে একটু থামার অনুরোধ জানাতে গিয়ে কেঁদে ফেলেন। 

810

জানিয়ে ছিলেন ঐশ্বর্য, এটা কোনও সাধারণ ইভেন্ট নয়, এর মর্মটা বঝুন। আর পাঁচটা ইভেন্টের সঙ্গে একে গুলিয়ে ফেললে চলবে না। 

910

যদিও মেলেনি রেহাই। সেই ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়েছিল সকলের হাতে হাতে। 

1010
'অওর প্যার হো গ্যায়া' ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন ঐশ্বর্যা। আর তারপরের টুকু প্রায় সবার জানা। তিনি করলেন 'অওর প্যার হো গ্যায়া', এদিকে প্রেমে পড়লেন সলমান।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos