Published : Mar 07, 2021, 09:08 AM ISTUpdated : Mar 07, 2021, 02:55 PM IST
জাহ্নবী কাপুরের জীবনের ৯০ শতাংশ জড়িয়ে রয়েছেন তাঁর মা শ্রীদেবী। বরাবরই তা খলসা করে থাকেন অভিনেত্রী। মায়ের বলে যাওয়া বা শেখানো এক একটি কথা ভোলার নয়। শ্রীদেবীর কোন দুই কথাকে পাথেয় করে চলছে এখন এই সেলেব স্টার।