তবে কি কমছে অভিমান, একসঙ্গে সিনেমা করা নিয়ে কী মন্তব্য সলমন-ঐশ্বর্য জুটির

একসঙ্গে ছবি করেছেন তাঁরা মাত্র একটি, হাম দিল দে চুকে সানাম। আর তাতেই সেরা জুটির তালিকাতে নাম লিখিয়েছেন সলমন খান ও ঐশ্বর্য রাই বচ্চন। তবে রিল লাইফের থেকেও বেশি ভাইরাল ছিল রিয়েল লাইফ সম্পর্ক। তাঁদের পর্দায় একসঙ্গে দেখার জন্য ভক্তরা দীর্ঘ বছর অপেক্ষায়, তবে কি এবার পূরণ হতে চলেছে সেই আশা, কী বসলছেন ঐশ্বর্য ও সলমন...

Jayita Chandra | Published : Aug 23, 2020 3:58 AM IST
18
তবে কি কমছে অভিমান, একসঙ্গে সিনেমা করা নিয়ে কী মন্তব্য সলমন-ঐশ্বর্য জুটির

হাম দিল দে চুকে সনম, ছবি ঘিরেই একাধিক জল্পনা। ছবির সেটেই প্রেম। আর সেই প্রেমের গভীরতা সকলের নজর কেড়েছিল পর্দায়। 

28

কিন্তু এই জুটি যে রিয়েল রাইফে সম্পর্ক ধরে রাখতে পারবেন না তা তখনও ভক্তরা বুঝে উঠতে পারেনি। দুবছরের মধ্যেই হয় ব্রেকআপ। 

38

সলমন খানের নামে একাধিক অভিযোগ করেছিলেন ঐশ্বর্য, একে অন্যের মুখ দেখা হয়ে গিয়েছিল বন্ধু। কিন্তু দীর্ঘ ২০ বছর ধরে চর্চার শীর্ষে তাঁরা। 

48

তবে ভক্তদের মনে অন্য প্রশ্ন, এই হয় জুটিকে কি আর কোনও দিন পর্দায় এক সঙ্গে দেখা যাবে না। সাফ উত্তর না পেলেও যা ইঙ্গিত পাওয়া গেল, তা এক কথায় সুখবর।

58

ঐশ্বর্য রাই বচ্চন এক সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তর দিয়ে জানিয়েছিলেন, তিনি ছবি করতে রাজি কিন্তু গল্প ও পরিচালককে হতে হবে অনবদ্য। 

68

তাঁর এই সাক্ষাৎকারের কয়েক মাস পরই এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন ভআইজান। সলমন খান জানিয়েছিলেন, তিনি ঐশ্বর্যের খুশি চান। 

78

অভিষেক ভালো পাত্র ঐশ্বর্যের জন্য। ভালো পরিবারের ছেলেও। তাই ঐশ্বর্য খুশিতে রয়েছেন। এতে ভালোলাগা বাড়ে বলেই জানান সলমন। 

88

দুজনের বলা এই এক একটি লাইনই ভক্তের চোখে স্বপ্ন তৈরি করলো পুনোরায়। তবে কি সুর নরম হচ্ছে, আবারও পর্দায় ফিরতে পারে এই জুটি, যদিও উত্তর এখনও স্পষ্ট নয়। 

Share this Photo Gallery
click me!

Latest Videos