শেষ মুহূর্তে পাল্টে যায় সেই তালিকা। কেবল মাত্র ঐশ্বর্য নন, একই সমস্যার সন্মুখীন হতে হয়েছিল শ্রীদেবীকেও। এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ইংলিস ভিংলিস ছবির জন্যে সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়ার কথা ছিল শ্রীদেবীর। কিন্তু শেষ মুহূর্তে পাল্টে গিয়েছিল নাম। এরপরই বনি কাপুর ও শ্রীদেবী সেই বছর সব পুরস্কার বয়কট করেছিলেন।