৪৬-এও নজর কাড়া লুক, শরীর ধরে রাখার জন্য কী কী করেন ঐশ্বর্য

Published : Feb 20, 2020, 05:14 PM IST

বয়সের সঙ্গে সঙ্গে ভাঙন ধরে শরীরের বিভিন্ন ভাঁজে। মহিলাদের ক্ষেত্রে এ কথা যেন চিরন্তন। কিন্তু সেই মিথই ভেঙে নয়া পথ দেখিয়েছেন তারকাদের এক শ্রেণী। যাঁদের মধ্যে ঐশ্বর্য রায় অন্যতম। বয়স ৪৬। একটি সন্তানের মাও তিনি। কিন্তুু কোথাও গিয়ে যেন শরীরে তাঁর ছাপ পড়েনি বিন্দু মাত্র। কীভাবে নিজেকে ধরে রাখেন ঐশ্বর্য। 

PREV
110
৪৬-এও নজর কাড়া লুক, শরীর ধরে রাখার জন্য কী কী করেন ঐশ্বর্য
বিশ্ব সুন্দরী বলে কথা। শরীর স্বাস্থ্য নিয়ে বরাবরই সচেতন ঐশ্বর্য রায়। এখনও পর্যন্ত নিজেকে যেভাবে ধরে রেখেছেন অভিনেত্রী, তা দেখে অনেকেই হতবাক।
210
কীভাবে নিজেকে মেইন্টেন করেন তিনি। সম্প্রতি প্রকাশ্যে এল সেই তথ্য। শরীরচর্চা থেকে শুরু করে খাওয়া দাওয়া, কড়া নিয়মের মধ্যেই থাকেন তিনি।
310
মসৃণ ত্বক থেকে শুরু করে রূপ সবই যেন যত্নের সঙ্গে বজায় রেখে চলেছেন বচ্চন বধু। দিনের শুরুটা হয় ঐশ্বর্যর হালকা ব্যায়ামের মধ্যে দিয়ে।
410
সপ্তাহে চারদিন জিমে যান ঐশ্বর্য। বাকি দিনগুলো বাড়িতেই হালকা ওয়ার্ক আউট করে থাকেন তিনি।
510
খুব একটা পরিশ্রম করে জিম করা পছন্দ করেন না ঐশ্বর্য। সকালে উঠে যোগব্যায়ামই যথেষ্ট।
610
খাদ্য তালিকা নিয়ে যথেষ্ট সচেতন থাকেন ঐশ্বর্য। হালকা খাবার, সঙ্গে বেশি পরিমানে জল পান করে থাকেন তিনি।
710
আরাধ্যার জন্মের সময়ও নিজেকে এভাবেই ধরে রেখেছিলেন অভিনেত্রী। খাদ্য তালিকাতে ুষ্টির ভারসাম্য বজায় রাখাই প্রধান লক্ষ্য তাঁর।
810
শাক-সব্জি সেদ্ধ করে দিনে দুবার খেয়ে থাকেন ঐশ্বর্য। সকালে ঘিম থেকে উঠে ওটস ও ব্রাউন ব্রেড খান।
910
রাতে ব্রাউন রাইস, সঙ্গে বেকড ফিস ৮টার মধ্যে চাই। সারা দিনে অল্প ফল ও হালকা ড্রাইফ্রুটস খান।
1010
বাইরের খাবার বা ফাস্টফুড, তেল, চর্বি জাতীয় জিনিস থেকে দূরে থাকাই পছন্দ করেন ঐশ্বর্য রায়।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories