আরও এক ঐশ্বর্য যমজের খোঁজ, পাকিস্তান থেকে নেট দুনিয়ায় ঝড় তুলছেন কে, ছবি দেখে চমকে উঠল নেটদুনিয়া
কথায় বলে একই দেখতে মানুষ পৃথিবী জুড়ে সাত জন ছড়িয়ে থাকতে পারে, তবে ঐশ্বর্যের হামসাকালের লিস্ট ক্রমেই যেন বেড়ে চলেছে। বেশ কিছুদিন আগে ভাইরাল হয়েছিল রাই সুন্দরীর লুকে এক সোশ্যাল স্টার, এবার মিলল আরও এক চমকের খোঁজ, ঠিকানা পাকিস্তান।
Jayita Chandra | Published : Feb 28, 2021 9:00 AM / Updated: Feb 28 2021, 09:02 AM IST
কড়া টক্করের মুখে ঐশ্বর্য, ঠিক তাঁরই মত চোখ, মুখ হাসি নিয়ে জন্ম নেওয়া সোশ্যাল স্টারেরা একে একে করছেন এবার আত্মপ্রকাশ।
এই নিয়ে মোট চার জনের নাম এলো সামনে, যাঁদের সামনে দাঁড় করিয়ে দিলেন হুবহু ঐশ্বর্যই লাগবে।
শুধু বয়সের হয়তো থাকবে ফারাক। আগেই সামনে এসেছিল মানসি নায়িক, আম্মুজ আম্রুতা ও মহ্লঘা যাবেরি প্রমুখেরা। .
এবার সামনে এলো সেই তালিকাতে থাকা চতুর্থ নাম, আমনা। ঠিকানা তাঁর পাকিস্তান।
সম্প্রতি নেট দুনিয়া আবিস্কার করেছে ঐশ্বর্যের এই হামসাকালকে। যার ভিডিও থেকে ছবি এখন ভাইরাল নেট পাড়ায়।
অ্যায় দিল হ্যায় মুশকিল- ছবির একাধিক লুক কপি করে সকলের চোখের সামনে নিজেকে ঐশ্বর্য করে তুলেছেন তিনি।
তালিকা থেকে বাদ পড়েনি দেবদাস, বাদ পড়েনি মহব্বতে ছবির লুকও। ঝড়ের বেগে ভাইরাল হয়ে উঠেছে এখন এই ইনস্টা স্টার।
পাকিস্তানের এই ব্লগার বেশ সক্রিয় সোশ্যাল মিডিয়ায়, তাই ভারতের ভক্তদের নজরে আসতে খুব বেশি সময় লাগেনি।
বচ্চন বধূর হামসাকালের ঠেলায় এক প্রকার নাজেহাল নেট দুনিয়া। দুদিন অন্তরই সামনে আসছে এক নয়া মুখ। এবার এই নতুন চেহারাতে চোখ আটকে নেট দুনিয়ার।
নির্বাচনের সকল খবর পেতে ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলার লিঙ্কে।