Published : Feb 28, 2021, 09:00 AM ISTUpdated : Feb 28, 2021, 09:02 AM IST
কথায় বলে একই দেখতে মানুষ পৃথিবী জুড়ে সাত জন ছড়িয়ে থাকতে পারে, তবে ঐশ্বর্যের হামসাকালের লিস্ট ক্রমেই যেন বেড়ে চলেছে। বেশ কিছুদিন আগে ভাইরাল হয়েছিল রাই সুন্দরীর লুকে এক সোশ্যাল স্টার, এবার মিলল আরও এক চমকের খোঁজ, ঠিকানা পাকিস্তান।
কড়া টক্করের মুখে ঐশ্বর্য, ঠিক তাঁরই মত চোখ, মুখ হাসি নিয়ে জন্ম নেওয়া সোশ্যাল স্টারেরা একে একে করছেন এবার আত্মপ্রকাশ।
210
এই নিয়ে মোট চার জনের নাম এলো সামনে, যাঁদের সামনে দাঁড় করিয়ে দিলেন হুবহু ঐশ্বর্যই লাগবে।
310
শুধু বয়সের হয়তো থাকবে ফারাক। আগেই সামনে এসেছিল মানসি নায়িক, আম্মুজ আম্রুতা ও মহ্লঘা যাবেরি প্রমুখেরা। .
410
এবার সামনে এলো সেই তালিকাতে থাকা চতুর্থ নাম, আমনা। ঠিকানা তাঁর পাকিস্তান।
510
সম্প্রতি নেট দুনিয়া আবিস্কার করেছে ঐশ্বর্যের এই হামসাকালকে। যার ভিডিও থেকে ছবি এখন ভাইরাল নেট পাড়ায়।
610
অ্যায় দিল হ্যায় মুশকিল- ছবির একাধিক লুক কপি করে সকলের চোখের সামনে নিজেকে ঐশ্বর্য করে তুলেছেন তিনি।
710
তালিকা থেকে বাদ পড়েনি দেবদাস, বাদ পড়েনি মহব্বতে ছবির লুকও। ঝড়ের বেগে ভাইরাল হয়ে উঠেছে এখন এই ইনস্টা স্টার।
810
পাকিস্তানের এই ব্লগার বেশ সক্রিয় সোশ্যাল মিডিয়ায়, তাই ভারতের ভক্তদের নজরে আসতে খুব বেশি সময় লাগেনি।
910
বচ্চন বধূর হামসাকালের ঠেলায় এক প্রকার নাজেহাল নেট দুনিয়া। দুদিন অন্তরই সামনে আসছে এক নয়া মুখ। এবার এই নতুন চেহারাতে চোখ আটকে নেট দুনিয়ার।
1010
নির্বাচনের সকল খবর পেতে ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলার লিঙ্কে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।