নিজের আত্মহত্যার ভুয়ো খবর শুনে হতবাক হয়েছিলেন ঐশ্বর্য, কারণ জানলে অবাক হবেন

Published : Jun 12, 2020, 12:08 PM IST

রিল থেকে রিয়েল তারকাদের পুরোটাই যেন গসিপে মোড়া। সেই তালিকায় নিঃসন্দেহে রয়েছে  বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন। একাধিক সম্পর্কে জড়ানো থেকে ধুম ২ ছবিতে হৃত্বিকের সঙ্গে চুম্বন দৃশ্য, দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জন, বহুলচর্চিত ব্রেক আপ , আত্মহত্যার চেষ্টা সব মিলিয়েআজও সরগরম পেজ-থ্রি পাতা। কিছুদিন আগেই ঐশ্বর্যর আত্মহত্যার খবর ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। যা শুনে রীতিমতো হতবাক হয়েছিলেন ঐশ্বর্য। নিজের মৃত্যুর জাল রির্পোট থেকে কী প্রতিক্রিয়া হয়েছিল রাই সুন্দরীর, জেনে নিন।

PREV
19
নিজের আত্মহত্যার ভুয়ো খবর শুনে হতবাক হয়েছিলেন ঐশ্বর্য, কারণ জানলে অবাক হবেন


সালটা ২০১৬। আত্মহত্যার চেষ্টা করেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। এই খবরেই উত্তাল হয়েছিল সোশ্যাল মিডিয়া। 

29


সত্যতা যাচাই কথা ভুলে গিয়েই সকলের মুখেই তার মৃত্যু সংবাদ। একটি ছবিও সেই সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।

39


কেউ অভিযোগ করেছিলেন নিজেদের পারিবারিক অশান্তির জেরেই তিনি নাকি আত্মহত্যা করতে চেয়েছিলেন।

49


সূত্র থেকে শোনা গিয়েছিল 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবিতে ঐশ্বর্যর বোল্ড সিনের জন্য বচ্চন  পরিবারে অশান্তি শুরু হয়। আর তার জেরেই তিনি নাকি আত্মহত্যা করতে চেয়েছিলেন।

59


পাকিস্তানে  প্রকাশিত একটি খবর থেকেই এটি ছড়িয়ে গিয়েছিল গোটা বিশ্বে। যদিও পরে অবশ্য দাবি করা হয়েছিল আত্মহত্যা নয়, আত্মহত্যার চেষ্টা করেছিলেন রাই সুন্দরী।

69

নিজের মৃত্যুর খবর পেয়ে রীতিমতো ঘুম উড়েছিল ঐশ্বর্য। কারণ ততক্ষণে ঐশ্বর্যর আত্মহত্যার খবর ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। 

79

নিজের মৃত্যপর খবর অথচ নিজেই জানতেন না ঐশ্বর্য। পরে কানাঘুষোতে জানাজানি হতেই তা শুনে রীতিমতো হতবাক হয়েছিলেন ঐশ্বর্য।

89


যদিও পরে পুরো বিষয়টি ভুয়ো বলে শোনা যায়।  একাধিক ভুয়ো খবরে বারংবার শিরোনামে  উঠে এসেছেন ঐশ্বর্য।

99

কিন্তু এই গুঞ্জন যে মিথ্যে। এই নিয়ে দিনের পর দিন চর্চা চলে এসেছে। অবশেষে জানা গেছে, এটি পুরোপুরি ফেক নিউজ ছিল। যার কোনও সত্যতা আজও প্রকাশ করতে পারেনি 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories